সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের ছকভাঙার জোয়ারে, আদ্যোপান্ত কমার্শিয়াল ছবিকেই আঁকড়ে ধরেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। 'মির্জা' তার অন্যতম প্রমাণ। প্রযোজক-অভিনেতা হিসেবে ছক্কা হাঁকিয়েছেন তিনি। বড়পর্দা পেরিয়ে 'শিকারপুর'-এর দৌলতে পা রেখেছেন ওটিটির দুনিয়াতেও। তাঁকে দেখা গিয়েছে সঞ্চালকের ভূমিকায়ও। চেনা ছকের বাইরে বেরিয়ে নিজেকে নতুনভাবে তুলে ধরতে অঙ্কুশের জুড়ি মেলা ভার! এবার একেবারে সিলেবাসের বাইরে বেরিয়ে নতুন খবর দিলেন অভিনেতা। মাইক হাতে স্ট্যান্ডআপ কমেডিয়ানের ভূমিকায় দেখা যাবে অঙ্কুশকে।
অঙ্কুশ বরাবরই হাসিখুশি। মজার মানুষ। ইন্ডাস্ট্রির অন্দরমহল তো বটেই সোশাল মিডিয়াতেও অভিনেতার মজার কাণ্ডকারখানা অনুরাগীদের মন জয় করেছে বারবার। তবে এবার স্ট্যান্ডআপ কমেডিয়ানের ভূমিকায় অঙ্কুশ। রিল নয়, একদম রিয়েল লাইফে। বুধবারই সোশাল মিডিয়ায় সেই খবর দিয়েছেন অভিনেতা। পর্দায় কৌতূক চরিত্রের মন জয় করার পর এবার মঞ্চে স্ট্যান্ডআপ কমেডিয়ানের ভূমিকায় দেখা যাবে অঙ্কুশকে। আগামী ২০ ডিসেম্বর কলা মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে 'কলকাতা কমেডি কেত্তন'। দিন কয়েক আগেই অবশ্য গানের মহড়া দিয়ে চমকে দিয়েছিলেন তিনি। এই অনুষ্ঠানের জন্যই কিনা সেই মহড়া, তা অবশ্য জানা যায়নি। শালিমার নিবেদিত 'বঙ্গ ব্যাঙ্গ' আয়োজিত 'কলকাতা কমেডি কেত্তন'-এ অঙ্কুশের সঙ্গে পাল্লা দিয়ে থাকবেন পরিচালক সৌরভ পালোধী, আর জে দেবী, অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত-সহ আরও অনেকে।
শীতকালীন কলকাতায় অনুষ্ঠানের রমরমা। সেই আবহেই 'কলকাতা কমেডি কেত্তন' হতে চলেছে। ইতিমধ্যেই অগ্রীম বুকিং শুরু হয়েছে, জানান দিলেন অঙ্কুশ। রেগুলার টিকিটের দাম ৪৯৯ টানা এবং গোল্ড সেকশনের টিকিট পাওয়া যাচ্ছে ৫৯৯ টাকায়। অঙ্কুশের এমন ঘোষণায় স্বাভাবিকভাবেই অনুরাগীরাও উচ্ছ্বসিত। শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। দেব-জিতের পাশাপাশি অঙ্কুশের অনুরাগীরা সংখ্যাও যে নেহাত কম নয়, তা বলাই বাহুল্য। সম্প্রতি এক অনুষ্ঠানে অঙ্কুশকে পেয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন দুই অনুরাগী। সেই ভিডিও দেদার গতিতে ভাইরাল হয়েছে নেটপাড়ায়। অতঃপর তাঁর কমেডি কেত্তন দেখতেও যে শুক্রবার ভিড় জমবে, তা বলাই বাহুল্য।