shono
Advertisement

Breaking News

বলিউডে পা রাখতে চলেছেন আমির খানের ছেলে! জুনেদকে ঘিরে কৌতূহল তুঙ্গে

কোন ছবি দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে আমিরপুত্রর?
Posted: 01:29 PM Dec 13, 2020Updated: 01:29 PM Dec 13, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুপোলি পর্দায় পা রাখতে চলেছেন আমির খানের (Aamir Khan) ছেলে জুনেদ (Junaid)। তাই নিয়ে আমির-অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। স্টার কিডদের বলিউডে আসাটা নতুন নয়। সেই তালিকায় নবতম সংযোজন জুনেদ। যদিও আগে শোনা গিয়েছিল তিনি ন‌াকি নিজেকে লাইমলাইট থেকে দূরেই রাখতে চান। অবশেষে মত বদল করলেন আমির পুত্র।

Advertisement

তবে অভিনয় জুনেদের কাছে নতুন নয়। ইতিমধ্যেই বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। মঞ্চ থেকে এবার সেলুলয়েডে পা রাখার সিদ্ধান্ত। এবং সেটাও যশরাজ ফিল্মসের (Yash Raj Films) মতো বিরাট ব্যানারে। ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে ‘অর্জুন রেড্ডি’ খ্যাত শালিনী পাণ্ডেকে। ছবির পরিচালক সিদ্ধার্থ মালহোত্রা। ছবিটি একটি পিরিয়ড ড্রামা। উনবিংশ শতকের ব্রিটিশ ভারতের পটভূমিতেই এগোবে ছবির গল্প। ছবিতে জুনেদকে দেখা যাবে একজন সাংবাদিক ও সমাজকর্মীর ভূমিকায়। ছবিটি একটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি তেমনটাই।

[আরও পড়ুন: যৌনতা আর কমেডির মিশেলে নজর কাড়লেন কিয়ারা? জেনে নিন কতটা জমল ‘ইন্দু কি জওয়ানি’]

আমির কন্যা ইরা (Ira khan) সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। কিন্তু জুনেদ নিজেকে আড়ালেই সরিয়ে রেখেছিলেন। তবে অভিনয় করার সিদ্ধান্ত নেওয়ার পরে তিনি কয়েকটি নাটকে অভিনয় করেছেন। সেখান থেকে অবশেষে ছবি। শ্যুটিং শুরু হওয়ার কথা আগামী বছরের শুরুর দিকেই। জানা যাচ্ছে, মুম্বইয়ের মাধ আইল্যান্ডে ছবির সেট নির্মাণের কাজও এরই মধ্যে শুরু হতে চলেছে। তারকা সন্তান হওয়ার সবথেকে বড় অসুবিধা হল প্রতি মুহূর্তেই চলতে থাকে তুলনা। জুনেদের ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে। পারফেকশনিস্ট আমিরের ছেলে হিসেবে জুনেদকে কতটা পছন্দ করেন দর্শকরা, সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: চেষ্টা সত্ত্বেও ‘ভাগমতী’ অনুষ্কার সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারলেন না ‘দুর্গামতী’ ভূমি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement