সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা কমার্শিয়াল সিনেমার হৃতগৌরব পুনরুদ্ধার করে দেখিয়ে তিনি এখন টলিউডের 'রাজার রাজা'। 'খাদান' উপহার দিয়ে বাংলা সিনেইন্ডাস্ট্রির বক্স অফিস চাঙ্গা করেছেন দেব (Dev)। তবে সাফল্যের পথ তো আর সবসময়ে সুগম হয় না। কাঁটা থাকবেই। সেরকমই 'খাদান'-এর (Khadaan) সাফল্য নিয়েও কাঁটাছেড়ারও অন্ত নেই! কারও আতসকাচের তলায় ছবির মেকিং, আবার কেউ বা কন্টেন্টকে টোকা দিচ্ছে! তবে সেই ফাকে নিন্দুকদের মুখে ছাই দিয়ে তিন দিনে তিন কোটির দুয়ারে পৌঁছে গিয়েছে 'খাদান'। আর সেই সুবাদেই বক্স অফিসে আগুন লাগার গান ধরলেন যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)।
খাদান যতটা দেবের, ততটাই যিশু সেনগুপ্তর। শ্যাম-মোহন জুটির রসায়ন ব্লকবাস্টার। বাংলা কমার্শিয়াল সিনেমার দীর্ঘদিন এহেন উন্মাদনা দেখে খুশি সিনেমহলও। সাড়ে ৩ হাজার কিলোমিটার প্রচার সফরে যে তিনি প্রান্তিক মানুষদেরও মন হৃদস্পন্দন স্পর্শ করেছেন, বক্স অফিসের গগনচুম্বী রেজাল্টই তার প্রমাণ। আর এই ছবিতে দেব যদি অর্জুন হন, তবে যিশু সেই অর্জুনের যোগ্য সারথি কৃষ্ণ। এই উপমা যে বিন্দুমাত্র অত্যুক্তি নয়, সেটা দুই তারকার অনুরাগীবৃত্তের বাইরের উন্মাদনার পারদ দেখেই পরখ করা যায়। ৬ কোটি বাজেটের সিনেমা যদি মাত্র দিন তিনেকেই তিন কোটির দুয়ারে থাকে, এহেন গতি বজায় থাকলে যে এক সপ্তাহেই পয়সা উসুল হবে, তার জন্য আলাদা করে হিসেব কষতে হয় না। আর সেই সাফল্যে মাতোয়ারা যিশুর কণ্ঠে 'বসন্ত বিলাপ'-এর গান, "লেগেছে লেগেছে আগুন...।" শেষপাতে নিন্দুকদের ছোট্ট করে বিঁধে এও বললেন, "কোথায় কথায় আগুন লেগেছে সেটা এওখনই বলব না।"
অন্যদিকে টলিউডের বাস্তুতন্ত্র রক্ষা করতে 'খাদান'-এর মতো সিনেমা কেন দরকার? সেই বিশ্লেষণ করে দেবকে আগেই বড় সার্টিফিকেট দিয়েচেন সৃজিত মুখোপাধ্যায়। এবার নিন্দুকদের মোক্ষম জবাব দিতে দেবের হয়ে ব্যাটন ধরলেন বিরসা দাশগুপ্ত। রবিবার ঋত্বিক চক্রবর্তী দেব ভক্তদের কটাক্ষ করে লিখেছিলেন, 'শিরায় শিরায় রক্ত, মাথায় গত্ত...।' যে পোস্ট নিয়ে সোশাল মিডিয়া তোলপাড়! নজর এড়ায়নি বিরসারও। অতঃপর ফেসবুকেই নাম না করে তাঁর মন্তব্য, 'দেবের সাফল্যে কিছু মানুষের সবসময়ে এত হিংসে হয় কেন? আরে ভাই, ওঁর প্রাপ্যটা তো ওঁকে দাও অন্তত! বাংলা মেইনস্ট্রিম সিনেমার যে প্রত্যাবর্তন ঘটল, তার জন্য দেবকে ধন্যবাদ।' বিরসার এহেন মন্তব্যে পালটা ধন্যবাদ জানিয়ে 'খাদান' সুপারস্টারের মন্তব্য, "এসবে আমি এখন অভ্যস্ত হয়ে গিয়েছি।"