সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'মাফলারম্যান'-এর বদলে এবার দিল্লির শাসনভার সামলাবেন এক 'ওম্যান'। অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর কে বসবেন রাজধানী শহরের মুখ্যমন্ত্রীর মসনদে, তা ঠিক করে ফেলল আপ নেতৃত্ব। জানা গিয়েছে, দলের মন্ত্রী অতিশী মারলেনাকে এই দায়িত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন খোদ কেজরিওয়ালই। দলীয় নেতৃত্ব তাতে সিলমোহর দিয়েছে। মঙ্গলবার বিকেলে উপরাজ্যপালের কাছে কেজরি ইস্তফাপত্র জমা দেওয়ার পর নতুন দায়িত্ব তুলে নেবেন অতিশী। তিনি এই মুহূর্তে দিল্লির শিক্ষা ও পূর্ত দপ্তরের মন্ত্রী। এর পর সোজা মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন।
আপ সূত্রে জানা গিয়েছে, আজ সকালেই পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করতে বৈঠকে বসে শীর্ষ নেতৃত্ব। দলের নেতা দিলীপ পাণ্ডে কেজরিওয়ালকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার দেন। এর পর কেজরিওয়াল শিক্ষামন্ত্রী অতিশীর নাম প্রস্তাব করেন। একবাক্যে তা মেনে নেন দলের বিধায়করা। করতালি দিয়ে তাঁরা সিদ্ধান্তকে স্বাগত জানান। ফলে পরিষদীয় দলের তরফে অতিশীর রাস্তা একেবারে পরিষ্কার।
রাজনীতিবিদ হিসেবে অতিশীর কেরিয়ার খুব বেশিদিনের না হলেও দক্ষতায় তিনি বেশ উজ্জ্বল ছাপ রেখেছেন। আপ গঠনের সময় থেকে কেজরির কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন অতিশী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী অতিশী কালকাজি এলাকার বিধায়ক। তবে এতদিন মন্ত্রিসভার সদস্য ছিলেন না। গত বছর আবগারি মামলায় দিল্লির শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়া গ্রেপ্তার হওয়ার পর অতিশীকে মন্ত্রিসভায় আনেন কেজরিওয়াল। দেওয়া হয় শিক্ষাদপ্তরের দায়িত্ব। চলতি বছর মুখ্যমন্ত্রীর জেলযাত্রার পর দল এবং প্রশাসনে অতিশীর দায়িত্ব বাড়ানো হয়। কেজরির অনুপস্থিতিতে তিনিই প্রায় প্রশাসন সামলেছেন। সেসবেরই পুরস্কার হিসেবে তাঁকে আপাতত মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানোর সিদ্ধান্ত নিলেন আপ সুপ্রিমো। আরও তাৎপর্যপূর্ণ, অতিশী দিল্লির মুখ্যমন্ত্রী হলে দেশ দুজন মহিলা মুখ্যমন্ত্রী পাবে। বাংলায় এই পদে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।