সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যবিত্তের হেঁষেলে আগুন লাগিয়ে আকাশ ছুঁয়েছে টমেটোর দাম। এক কিলো টমেটো কিনতে খসছে প্রায় ৩০০ টাকা। এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানালেন আম আদমি পার্টির সাংসদ সুশীল কুমার গুপ্ত। টমেটোর মালা গলায় দিয়ে সোজা সংসদে পৌঁছে গেলেন তিনি!
বুধবার সংসদের বাইরেই সুশীল কুমার গুপ্তের এই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, “টমেটোর মালা গলায় দিয়ে আমি সংসদে এসেছি। টমেটো আর আদার দাম যেভাবে বাড়ছে, তা নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতেই এই বেশ।” তবে সাংসদের এহেন আচরণে ব্যথিত রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। বেলা ২টি পর্যন্ত রাজ্যসভা মুলতবি করার আগে তিনি বলেন, “আমরা আমাদের আচরণের সীমা-পরিসীমা জানি। রাজ্যসভার চেয়্যারম্যান হিসেবে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি।”
[আরও পড়ুন: বিদায়ী প্রধানকে অস্ত্রের কোপ, পালটা অভিযুক্তের বাড়ি ভাঙচুর-আগুন, বাসন্তীতে ধুন্ধুমার]
মাস খানেকেরও বেশি সময় ধরে আকাশ ছোঁয়া দাম টমেটোর। জুনের তুলনায় জুলাই মাসে টমেটোর পাশাপাশি ১৬ শতাংশ দাম বেড়েছে টমেটো, আলু ও পিঁয়াজের। দেশের বিভিন্ন রাজ্যে টমেটোর দাম ২০০ টাকা টপকে গিয়েছে। দিল্লিতে ভরতুকি দেওয়ার পরও এই সব্জি বিকোচ্ছে প্রায় ৩০০ টাকায়। মোদি সরকারের তরফে টমেটোর দামের উপর ভরতুকি কমানোর সিদ্ধান্ত নেওয়া হলেও অবস্থা বিশেষ বদলায়নি। যার জন্য বারবার কেন্দ্রকে আক্রমণ করেছে বিরোধীরা। কিন্তু আপ সাংসদের এহেন প্রতিবাদকে একেবারেই স্বাগত জানালেন না রাজ্যসভার সাংসদ।