সংবাদ প্রতিদিন ডিজিটাল: এক-দুদিন নয়, টানা ৩২ বছর পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে গ্রেপ্তার করা হল খুন ও থানায় গুলিকাণ্ডে অভিযুক্ত 'গ্যাংস্টার' ছোটা রাজনের সঙ্গীকে। কুখ্যাত এই গ্যাংস্টারের নাম রাজু চিকানয়া ওরফে বিলাস পাওয়ার। শুক্রবার তাঁকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ।
পুলিশের তরফে জানা গিয়েছে, ১৯৯২ সালে মুম্বইয়ের দাদার থানায় প্রকাশ্যে গুলি চালিয়েছিল অভিযুক্ত বিলাস। সেই মামলায় ভারতীয় দণ্ডবিধি একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। যদিও বিলাসের টিকি ছুতে পারেনি পুলিশ। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে আলিবাগ থানায় একটি খুনের মামলাও দায়ের হয়। দাউদ ঘনিষ্ঠ ছোটা রাজনের সঙ্গী এই কুখ্যাত দুষ্কৃতীর খোঁজ পেয়ে বহুবার অভিযান চালিয়েছিল পুলিশ। যদিও বার বার পুলিশকে ফাঁকি দিতে সক্ষম হয় সে। মূলত আস্থানা বদল করে পুলিশকে ফাঁকি দিত সে।
অভিযুক্ত ছোটা রাজনের সঙ্গী রাজু চিকানয়া ওরফে বিলাস পাওয়ার।
পুলিশের তরফে জানা গিয়েছে, ছোটা রাজন গ্যাংয়ের সদস্য বিলাস মুম্বইয়ের গোভান্দি এলাকার গ্যাংস্টার হিসেবে পরিচিত ছিল। আশির দশকে তাঁর দাপটে এই এলাকায় কার্যত বাঘে-গরুতে একঘাটে জল খেত। দীর্ঘ ৩২ বছর পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এই গ্যাংস্টার। কীভাবে এত বছর ধরে গা-ঢাকা দিয়ে ছিল অভিযুক্ত তা জানার চেষ্টা করছে পুলিশ। আগামী শনিবার তাঁকে বিলাসকে আদালতে তোলা হবে।
উল্লেখ্য, আশির দশকে গোটা মুম্বইয়ের ত্রাস ছিল আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। এই অপরাধীর ডানহাত হিসেবে কাজ করত ছোটা রাজন। পরবর্তী সময়ে দাউদের সঙ্গে সংঘাত হয় রাজনের। বর্তমানে এই রাজন এখন পুলিশ হেফাজতে। পাকিস্তানে গা ঢাকা দিয়ে থাকা দাউদের সাম্রাজ্য ভেঙে পড়েছে মুম্বইয়ে। যার জেরেই একে একে গ্রেপ্তার হচ্ছে সেই গ্যাংস্টার টিমের সদস্যরা।