সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপ (AAP) ও কংগ্রেসের (Congress) মধ্যে দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে। পাটনায় অনুষ্ঠিত বিরোধী বৈঠকে (Opposition Meet) তা আরও স্পষ্ট হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে এবার রাহুল গান্ধীকে খোঁচা দিতে দেখা গেল আম আদমি পার্টিকে। কংগ্রেস নেতার ‘ভালবাসার দোকান’ মন্তব্যকে খোঁচা দিলেন আপ নেতা তথা দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ।
ঠিক কী বললেন তিনি? তাঁকে বলতে শোনা গিয়েছে, ”স্যার, আমরা বিশ্বাস করি ঘৃণার বাজার রয়েছে। কিন্তু আপনার উচিত সেখানেও ভালবাসা দেওয়ার। যখন বিরোধীরা আপনার কাছে ভালবাসার জন্য গেল, আপনি বলে দিলেন আপনার কাছে তা নেই। এর ফলে আপনার ভালবাসার দোকান নিয়েই প্রশ্ন উঠে গেল।”
[আরও পড়ুন: বীরভূমের পর পূর্ব মেদিনীপুর, বোমা বাঁধতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার যুবক]
রাহুল গান্ধীকে সম্প্রতি বারবার বলতে দেখা গিয়েছে, ”আমি ঘৃণার বাজারে ভালবাসার দোকান খুলেছি।” সেই মন্তব্যকে কেন্দ্র করেই কটাক্ষ করলেন সৌরভ। সেই সঙ্গে শতাব্দী প্রাচীন দলকে প্রকাশ্য সভাতেই হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
উল্লেখ্য, বিরোধীদের বৈঠকের ঠিক আগে হাত শিবিরকে কার্যত হুঁশিয়ারি দেন কেজরিওয়াল। জানিয়ে দেন, যদি কংগ্রেস ‘কালো অর্ডিন্যান্স’ ইস্যুতে সংসদে তাঁদের পাশে থাকার পরামর্শ না দেন তাহলে তাঁরা বৈঠক থেকে ওয়াক আউট করবেন। তা অবশ্য করেনি আম আদমি পার্টি। কিন্তু বৈঠকে থাকলেও বিরোধীদের সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত ছিলেন কেজরিওয়াল। তার আগেই তিনি বেরিয়ে যান।
[আরও পড়ুন: আগেও জলের গভীরে বিপদে পড়েছিল টাইটান! ‘জানতাম একদিন হবেই’, বলছেন প্রাক্তন যাত্রী]
ইতিমধ্যেই কেন্দ্রের জারি করা অর্ডিন্যান্সের বিরোধিতা করে দেশের নানা রাজ্যে সফর করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, দিল্লিতে আমলাদের পোস্টিং ও বদলি করার সিদ্ধান্ত নেবে দিল্লি সরকারই। তার পালটা অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র। এই অর্ডিন্যান্স জারির পরেই তীব্র বিরোধিতা করেন কেজরিওয়াল। বাংলা-সহ একাধিক বিরোধী শাসিত রাজ্যে গিয়ে সমর্থন চান। কিন্তু এই প্রসঙ্গে এখনও কিছুই বলেনি কংগ্রেস।