shono
Advertisement

Breaking News

Virat Kohli: কাপ যুদ্ধে বিরাটকে কত নম্বরে ব্যাট করা উচিত? জানালেন প্রাক্তন মহাতারকা

দেশের স্বার্থে চার নম্বরে ব্যাট করবেন বিরাট?
Posted: 02:37 PM Aug 26, 2023Updated: 02:37 PM Aug 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১ সালের (ICC ODI World Cup 2011) মতো এবারও কি টিম ইন্ডিয়ার (Team India) বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) হাতে তুলতে পারবে? ১২ বছর পর কাপ জয়ের খরা কি আদৌ মিটবে? এমন একাধিক প্রশ্নের মাঝে আরও একটি বিষয় নিয়ে আলোচনা তুঙ্গে। সেটা হল বিরাট কোহলিকে (Virat Kohli) কত নম্বরে ব্যাট করা উচিত? এই ইস্যু নিয়ে নানা মুনির নানা মত। এবার এই ইস্যু নিয়ে মুখ খুললেন এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়কের দাবি, তিন নম্বর নয় দলের স্বার্থে ‘কিং কোহলি’-র (King Kohli) তিন নম্বরে ব্যাট করা উচিত।

Advertisement

এবি ডিভিলিয়ার্স নিজের ইউ টিউব চ্যানেলে বলেন, ‘বিশ্বকাপে ভারতের চার নম্বরে কে ব্যাট করবে? সেটা নিয়ে অনেক আলোচনা চলছে। শোনা যাচ্ছে বিরাট নাকি চার নম্বরে ব্যাট করতে পারে। তেমনটা হলে কিন্তু মন্দ হয় না।”

[আরও পড়ুন: আনন্দ স‌্যরকে ছুঁতে অনেক খাটতে হবে, অকপটে জানিয়ে দিলেন প্রজ্ঞানন্দ]

৫০ ওভারের কেরিয়ারে একাধিক পজিশনে ব্যাট করেছেন বিরাট। এরমধ্যে তিন ও চার নম্বরেই তাঁকে চেনা ছন্দে দেখা গিয়েছে। সেটা মনে করিয়ে এবি ডিভিলিয়ার্স বলেন, “বিশ্বকাপের কথা মাথায় রেখে বিরাটের ৪ নম্বরেই ব্যাট করা উচিত। এই মুহূর্তে ভারতীয় দল যে জায়গায় আছে সেখানে বিরাট সবচেয়ে অভিজ্ঞ। ওকে ঘিরেই ভারতের ব্যাটিং অর্ডার তৈরি হবে।’ এরপর তিনি ফের যোগ করেন, ‘বিরাট ইনিংস গড়তে পারে এবং প্রয়োজনে মিডল অর্ডারে একাধিক ভূমিকা পালন করতে পারে। আমি জানি না ও সেটা ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করবে কি না, কারণ ও তিনে ব্যাট করা পছন্দ করে। এবং সেই পজিশনে ব্যাট করেই সফল হয়েছে। তবে দিনের শেষে দলের প্রয়োজনে যদি কিছু করতে হয়, কোনও ভূমিকা পালন করতে হয়, তাহলে সেট মেনে নিয়েই নিজের সেরাটা দিতে হবে।’

২৭৫টি একদিনের ম্যাচের ২৬৫ ইনিংসে বিরাট এখনও পর্যন্ত ১২৮৯৮ রান করেছেন। সর্বাধিক ১৮৩। গড় ৫৭.৩২। স্ট্রাইক রেট ৯৩.৬২। সঙ্গে রয়েছে ৪৬টি শতরান ও ৬৫টি অর্ধ শতরান। এরমধ্যে সিংহভাগ রান এসেছে তিন নম্বরে ব্যাট করে। এই পজিশনে ২১০টি ম্যাচের সম সংখ্যক ইনিংসে বিরাটের রান ১০৭৭৭। সর্বাধিক ১৮৩। গড় ৬০.২০। স্ট্রাইক রেট ৯৪.৭০। সঙ্গে রয়েছে ৩৯টি শতরান ও ৫৫টি অর্ধ শতরান। এদিকে চার নম্বরে ব্যাট করে কিন্তু তেমন সাফল্য আসেনি। মাত্র ৩৯টি ম্যাচের ৩৯ ইনিংসে তাঁর রান ১৭৬৭। সর্বাধিক অপরাজিত ১৩৯। গড় ৫৫.২১। স্ট্রাইক রেট ৯০.৬৬। সঙ্গে রয়েছে ৭টি শতরান ও ৮টি অর্ধ শতরান।

[আরও পড়ুন: বিশ্বকাপে কেমন দল গড়লেন সৌরভ? কাকে বাদ দিলেন? জানতে পড়ুন]

তবে ২০২০ সালের জানুয়ারি মাসের পর থেকে তিনি আর চারে ব্যাট করেননি। অবশ্য কাপ যুদ্ধের আগে এশিয়া কাপ অভিযান ও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে নামবে টিম ইন্ডিয়া। সেখানে বিরাট আদৌ তাঁর ব্যাটিং পজিশনে বদল আনেন কিনা সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement