shono
Advertisement

Breaking News

Pathaan 2

আসছে 'পাঠান ২'! ছবি নিয়ে মিলল বড় আপডেট

কবে মুক্তি পাবে ছবিটি?
Published By: Biswadip DeyPosted: 10:49 AM Sep 22, 2024Updated: 12:33 PM Sep 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ফ্লপের পর শাহরুখ খানকে হারানো সাম্রাজ্য ফিরিয়ে দিয়েছিল 'পাঠান'। রুপোলি পর্দায় তাঁর কণ্ঠে 'জিন্দা হ্যায়' শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল আসমুদ্রহিমাচলের সিনেপ্রেমীরা। বক্স অফিসে হাজার কোটি পেরিয়ে গিয়েছিল ছবির কালেকশন। এবার শুরু হয়েছে সেই ছবির সিকোয়েলের কাজ। 'পাঠান ২' নিয়ে বড় আপডেট দিলেন আব্বাস টায়ারওয়ালা।

Advertisement

যশরাজের স্পাই ইউনিভার্সে শাহরুখের প্রথম ছবির কাহিনি লিখেছিলেন আব্বাস। দ্বিতীয় ছবির গল্পও তিনি লিখেছেন। গল্প লেখার পরে এবার শুরু হয়েছে ছবির সংলাপ লেখার কাজ। এক বিনোদন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। তবে ছবিতে খলনায়কের চরিত্রে কে কিংবা পরিচালনা করে করবেন তা অবশ্য খোলসা করেননি আব্বাস। যদিও এটা নিশ্চিত যে, সিদ্ধার্থ আনন্দ এই ছবিটির পরিচালক থাকবেন না। কেননা তাঁর হাতে রয়েছে শাহরুখ-সলমনের 'টাইগার ভার্সেস পাঠান'। ফলে অন্য কারও হাতেই থাকতে পারে 'পাঠান ২' পরিচালনার দায়ভার। সেই সঙ্গেই ছবিটি কবে মুক্তি পাবে, সে ব্যাপারেও কিছু বলেননি আব্বাস টায়ারওয়ালা। এবছরের শুরুতেই জানিয়ে দেওয়া হয়েছিল 'পাঠান ২' ছবিটি তৈরি হওয়ার ব্যাপারে।

এদিকে শাহরুখের 'কিং' ছবিটি নিয়েও আপডেট দিয়েছেন আব্বাস। জানিয়েছেন, ছবির সংলাপ লেখার কাজ তিনি শুরু করেছেন। সুজয় ঘোষের সঙ্গে এটাই প্রথম ছবি এসআরকের। স্বাভাবিক ভাবেই ছবিটি নিয়ে কৌতূহল তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই ছবিটি সুহানা খানের প্রথম ছবিও হতে চলেছে। বাবা ও মেয়েকে একসঙ্গে দেখতেও মুখিয়ে রয়েছেন মহাতারকার অনুগামীরা।

এই মুহূর্তে শুটিং চলছে 'ওয়ার ২' ছবিটির। আগামী বছরই তা মুক্তি পাওয়ার কথা। এই ছবিতেও অতিথি শিল্পীর ভূমিকায় থাকতে পারেন শাহরুখ খান। যেহেতু স্পাই ইউনিভার্স, তাই 'পাঠান' সম্ভবত স্ক্রিন শেয়ার করবেন 'কবীর' হৃতিক রোশনের সঙ্গে। আবার এই ইউনিভার্সের প্রথম মহিলাপ্রধান স্পাই ছবি 'আলফা'তেও একঝলক দেখা যেতে পারে শাহরুখকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'পাঠান ২' নিয়ে বড় আপডেট দিলেন আব্বাস টায়ারওয়ালা।
  • যশরাজের স্পাই ইউনিভার্সে শাহরুখের প্রথম ছবির কাহিনি লিখেছিলেন আব্বাস। দ্বিতীয় ছবির গল্পও তিনি লিখেছেন।
  • গল্প লেখার পরে এবার শুরু হয়েছে ছবির সংলাপ লেখার কাজ।
Advertisement