রমেন দাস: অত্যন্ত সঙ্কটজনক পরিচালক অরুণ রায়। কয়েকদিন ধরে তিনি ভর্তি রয়েছেন আর জি কর হাসপাতালে। অরুণাভ রায়চৌধুরী নামে ভর্তি রয়েছেন পরিচালক। আর জি কর হাসপাতালের মেডিসিন বিভাগের এইচডিইউ-য়ে ভর্তি রয়েছেন তিনি।
গত বছর আগস্ট মাসে ক্যানসার ধরা পরে পরিচালক অরুণ রায়ের শরীরে। প্রথম স্টেজেই খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে তাঁর। গত বছর ডিসেম্বর মাসে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সেই সময় ঘনিষ্ঠমহলে তিনি জানিয়েছিলেন, তাঁর বিশেষ কোনও শারীরিক সমস্যা নেই। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবেন তিনি। এমনকী, তিনি জানিয়েছিলেন, তাঁর এই অসুস্থতা কাজের বাধা হবে না।
দেব অভিনীত 'বাঘাযতীন' ছবির শুটিংয়ের সময়ই ক্যানসার ধরা পড়ে পরিচালকের। তবে তাঁর জন্য ছবির কাজ বন্ধ রাখেননি তিনি। অসুস্থতা নিয়েই ছবির শুটিং শেষ করেছিলেন পরিচালক। তবে শুধুই 'বাঘাযতীন' নয়। শেষ করেছিলেন 'অরণ্যের দিনরাত্রি' ছবির কাজও।
ক্যানসার ধরা পড়ার পর পরিচালক জানিয়েছিলেন, ''রোগ রোগের জায়গায় রয়েছে। সিনেমা সিনেমার জায়গায়। এদের মধ্যে কোনও বিরোধে আমি বিশ্বাসী নই। কাজ থামাব না।'' 'বাঘাযতীন', 'অরণ্যের দিনরাত্রি' ছাড়াও কিঞ্জল নন্দ অভিনীত 'হীরালাল' ছবির পরিচালনাও করেছেন অরুণ রায়।