বুদ্ধদেব সেনগুপ্ত, রায়পুর: ছত্তিশগড়ের রায়পুরে শেষ হল কংগ্রেসের তিনদিনের প্লেনারি অধিবেশন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পনেরো হাজার প্রতিনিধি হাজির হয়েছিলেন। কিন্তু সেই অধিবেশনে যোগ দিতে যাননি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতা আব্দুল মান্নান (Abdul Mannan)। দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনও যোগ দেননি অন্য দলে। এমন একজন প্রবীণ ও অভিজ্ঞ নেতার কংগ্রেসের অধিবেশন এড়িয়ে যাওয়ার বিষয়টি নজরে আসে এআইসিসির। তাঁর অনুপস্থিতির কারণ জানতে মান্নানকে ফোন করেছিলেন এআইসিসির (AICC) শীর্ষ নেতা পবন বনসল। কেন মান্নান এআইসিসির অধিবেশনে যোগ দিতে আসেননি? এমন প্রশ্নের উত্তর জানতে চান পবন। নিজের অনুপস্থিতির কারণ বিস্তারিত আকারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবনকে জানিয়েছেন মান্নান।
পবন বনসল (Pawan Bansal) মান্নানের কাছে জানতে চান, কেন আসেননি তিনি? যদিও নয়া অশান্তি ঠেকাতে গরহাজির থাকার আসল কারণ এডিয়ে যান প্রবীণ এই কংগ্রেস নেতা। ব্যক্তিগত ও শারীরিক কারণে এবার অধিবেশনে হাজির হতে পারেননি বলে বনসলকে জানান। সব শুনে এআইসিসির কোষাধ্যক্ষ মান্নানকে দিল্লি এলে আকবর রোডের দপ্তরে আসার আবেদন জানান। এই বিষয়ে মান্নান জানান, আমার না যাওয়ার কারণ এআইসিসিকে জানিয়ে দিয়েছি। তবে এখনই দিল্লিতে যাওয়ার কোনও পরিকল্পনা নেই বলে জানান তিনি।
[আরও পড়ুন: রাত বাড়লেই ফ্ল্যাটে ফুর্তির ফোয়ারা, হৈমন্তীর উদ্দাম জীবনযাপনে অতিষ্ঠ ছিলেন পড়শিরা]
তবে সূত্রের খবর, ব্যক্তিগত ও শারীরিক কারণ অজুহাত মাত্র। এবার বাংলার প্রতিনিধি তালিকা প্রকাশের পরেই তেলে বেগুনে চটে যান তিনি। এমন ব্যক্তিদের এআইসিসির সদস্য করে প্রতিনিধি তালিকায় রাখা হয়েছে যাঁদের না পসন্দ মান্নানের। এঁরা সকলেই প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) ঘনিষ্ঠ। আবার এমন অনেককেই বাদ দেওয়া হয়েছে যারা প্রতিনিধি হওয়ার যোগ্য। কিন্তু তালিকা থেকে তাঁদের বাদ দেওয়া হয়েছে। বিষয়টি স্পষ্ট হতেই সহজভাবে নিতে পারেননি প্রাক্তন বিরোধী দলনেতা। তাই এমন একজন নেতার এআইসিসির অধিবেশনে যোগদান না করায় দলের অন্দরে প্রশ্ন উঠেছে।
[আরও পড়ুন: বাবা-মায়ের থেকে খুদেকে কেড়েছে জার্মান সরকার ! ফেরাতে চলছে আলোচনা, দাবি নয়াদিল্লির]
সূত্রের খবর, মান্নানের এআইসিসির অধিবেশনে অনুপস্থিত হওয়ার সিদ্ধান্ত জানতে পেরে ছত্তিশগড়ে যেতে একাধিক বার অনুরোধ করেছিলেন কংগ্রেস (Congress) নেতা অমিতাভ চক্রবর্তী এবং কলকাতার ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক। কিন্তু সেই অনুরোধে কান না দিয়ে নিজের অবস্থানেই অনড় থেকেছেন মান্নান। তাঁর অধিবেশনে অনুপস্থিত হওয়ার কারণ জানতে প্রশ্ন করা হলে এই প্রবীণ কংগ্রেস নেতা বলেন, ‘‘আমি ব্যক্তিগত কারণে রায়পুর যেতে পারিনি।’’ তা পবনকে জানিয়ে দিয়েছি।