shono
Advertisement

সরানো হল মনোজকে, বাংলার নয়া অধিনায়ক হলেন অভিমন্যু ঈশ্বরণ

চার বছর বাংলার অধিনায়ক ছিলেন মনোজ। The post সরানো হল মনোজকে, বাংলার নয়া অধিনায়ক হলেন অভিমন্যু ঈশ্বরণ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:25 AM Aug 30, 2019Updated: 11:26 AM Aug 30, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার অধিনায়কত্ব থেকে তাঁর সরে যাওয়া মোটামুটি অনিবার্য হয়ে পড়েছিল। স্থানীয় ক্রিকেটমহল থেকেও বারবার নানা ভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে, আসন্ন ক্রিকেট মরসুমে মনোজ তিওয়ারিকে বাংলা অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। ‘সংবাদ প্রতিদিন’-এ সেটা বারবার লেখাও হয়েছিল যে, মনোজকে সরানো হতে পারে। বৃহস্পতিবার সিএবি বৈঠকে ঠিক সেটাই হল। মনোজ তিওয়ারির বদলে বাংলা অধিনায়কত্ব তুলে দেওয়া হল অভিমন্যু ঈশ্বরণের হাতে।

Advertisement

অভিমন্যুর বয়স এখন মাত্র তেইশ। বাংলার ক্রিকেট ইতিহাসে এত কম বয়সে কেউ অধিনায়ক হয়েছেন বলে মনে করা যাচ্ছে না। সিএবি যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া যদিও বলে দিলেন, “প্রথমে আমরা ভেবেছিলাম মনোজকে ওয়ান ডে আর টি-টোয়েন্টিতে অধিনায়ক করব। রঞ্জিতে নতুন কাউকে অধিনায়ক করতে চাইছিল টিম ম্যানেজমেন্ট। ঠিক হয়, অভিমন্যুকে দায়িত্ব দেওয়া হবে। কিন্তু মনোজ নিজেই আমাদের বলে যে কোনও একজনকে অধিনায়ক করা হোক।” বাংলা কোচ অরুণলালও বলে দেন, “মনোজ দারুণ মানসিকতার পরিচয় দিয়েছে। আমি নিশ্চিত কঠিন পরিস্থিতিতে টিমকে ও গাইড করে দেবে।”

২০১৫ সাল থেকে বাংলার অধিনায়ক ছিলেন মনোজ। চার বছর তিনি অধিনায়কের পদ থেকে চলে গেলেন। এ দিন প্রায় ঘণ্টাখানেকর উপর বৈঠক করে নতুন অধিনায়ক ঘোষণা করে দেয় সিএবি। শোনা গেল, বৈঠকে দ্বৈত অধিনায়ক করা যায় কি না তা নিয়ে এ দিন বেশ কিছুক্ষণ আলোচনা চলে। মনোজকে প্রস্তাবও দেওয়া হয় যে, সিএবি রঞ্জিতে নতুন অধিনায়কের কথা ভাবছে। কিন্তু বিজয় হাজারে আর সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে মনোজ অধিনায়কত্ব করতে পারেন। আর রঞ্জি অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে অভিমন্যুকে। কিন্তু মনোজ জানিয়ে দেন, তিনি ব্যাটিংয়ে মন দিতে চান। সিনিয়র হিসেবে তিনি যতটা সম্ভব নতুন অধিনায়ককে সাহায্য করবেন। টিমের ব্যাটিংয়ের সার্বিক উন্নতি কী ভাবে ঘটানো যায়, সেটাও দেখবেন। অধিনায়ক হিসেবে না রাখলেও ব্যাটসম্যান মনোজ সম্পর্কে যথেষ্ট শ্রদ্ধাশীল সিএবি। অতএব, নিজের ব্যাটিংয়ের পাশাপাশি টিমের ব্যাটিং দেখভালের গুরুদায়িত্ব মনোজ পেলে অবাক হওয়ার থাকবে না। বৈঠকে থাকা কেউ কেউ আবার বললেন, একক অধিনায়ক হিসেবে অভিমন্যুর নাম মনোজই নাকি প্রস্তাব করেছেন।

সিএবি-তে একটা সময় ধারণা ছিল যে, অভিমন্যুর উপর অধিনায়কত্বের দায়ভার চাপিয়ে দেওয়াটা এখন ঠিক হবে কি না? বলাবলি চলছিল, অভিমন্যু এখন নিয়মিত ভারত ‘এ’ খেলছেন। ভারতের সিনিয়র টিমেও অদূর ভবিষ্যতে তাঁকে ভাবা হতেই পারে। সেখানে অভিমন্যুর উপর বাংলা অধিনায়কত্ব এখন চাপিয়ে দিলে সেটা ব্যাটিংয়ে প্রভাব ফেলবে না তো? কিন্তু শোনা গেল, বাংলা কোচ অরুণলাল বলে দেন কোনও সমস্যা হবে না। অভিমন্যু যথেষ্ট যোগ্য। ঠিক সামলে দেব। এ দিন সিএবি ঘোষণার পর অভিমন্যুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন, “বাংলার কাছে খেলাটাই আমার কাছে গর্বের। সেখানে আমি অধিনায়ক, সেটা বিশাল ব্যাপার। এখনও কী ভাবে কী করব, ভাবিনি। তবে নিজের দু’শো শতাংশ দিয়ে চেষ্টা করব এটুকু বলতে পারি।”

The post সরানো হল মনোজকে, বাংলার নয়া অধিনায়ক হলেন অভিমন্যু ঈশ্বরণ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার