shono
Advertisement
Abhishek Bachchan

দ্বিতীয় সন্তানের পরিকল্পনা অভিষেক-ঐশ্বর্যর! নতুন শুরু? জুনিয়র বচ্চন বললেন...

Published By: Sandipta BhanjaPosted: 01:58 PM Dec 09, 2024Updated: 01:58 PM Dec 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক-ঐশ্বর্যর (Aishwarya Rai, Abhishek Bachchan) দাম্পত্য কলহ প্রায় মাসখানেক ধরেই চর্চার শিরোনামে। নিন্দুকদের চর্চার অন্ত নেই! ডিভোর্সের জল্পনায় জল ঢেলে সম্প্রতি এক অনুষ্ঠানে অভিষেক বচ্চনের বাহুডোরে ধরা দিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। ব্যস, এক ছবিতেই নিন্দুকদের মুখে কুলুপ! এবার রীতেশ দেশমুখের শোয়ে দ্বিতীয় সন্তানের পরিকল্পনার কথা শুনে লজ্জায় পড়লেন অভিষেক বচ্চন।

Advertisement

অভিষেক-ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা সম্প্রতি কৌশরে প্রবেশ করেছে। ডিভোর্স গুঞ্জনের মাঝেই মেয়ের জন্মদিনের পার্টিতে একছাদের তলায় দেখা গিয়েছে তারকাদম্পতিকে। এবার কি দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন? 'কেস তো বনসা হ্যায়' শোয়ে রীতেশ দেশমুখের গুগলির সম্মুখীন হয়ে লজ্জায় লাল হয়ে গেলেন অভিষেক বচ্চন। শোয়ে রীতেশ জুনিয়র বচ্চনের উদ্দেশে বলেন, "আপনাদের পরিবারে সকলের নামের আদ্যাক্ষর 'A'। জয়া আন্টি এবং শ্বেতা কি দোষ করলেন যে ওঁদের নামের আদ্যাক্ষর আলাদা...।" একথা শুনেই অভিষেক বলেন, "এটা প্লিজ ওঁদেরকেই জিজ্ঞেস করুন। তবে আমার হয়, এই 'A' দিয়ে নাম শুরু হওয়াটা আমাদের পরিবারে একটা প্রথার মতো হয়ে গিয়েছে। অভিষেক, আরাধ্যা...।" এই কথার লেজুর ধরেই রীতেশের সপাট প্রশ্ন, "আর আরাধ্যার পরে?" জবাবে অভিষেক বলেন, "এরপর যখন পরবর্তী প্রজন্ম আসবে, তখন দেখা যাক কী হয়...।"

অভিষেকের সঙ্গে ঐশ্বর্য। 

এরপরই রীতেশ দেশমুখ বলেন, এতটা কে দেরি করে ভাই? এই যেমন ধরো রীতেশ, রিয়ান, রাহিল (আমার দুই বাচ্চার নাম), তেমনই অভিষেক, আরাধ্যার পর...? দ্বিতীয় সন্তানের পরিকল্পনার কথা শুনে জুনিয়র বচ্চনের মুখ একেবারে লজ্জায় লাল হয়ে ওঠে। তৎক্ষণাৎ রীতেশকে মনে করিয়ে দেন যে তিনি বয়সে বড়। অভিষেক বলেন, "আরে বয়সটা তো খেয়াল করো রীতেশ। আমি তোমার থেকে বড়।" জুনিয়র বচ্চনের রসিকতা শুনে রীতেশ দেশমুখ তড়িঘড়ি পা ছুঁয়ে প্রণাম করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডিভোর্সের জল্পনায় জল ঢেলে সম্প্রতি এক অনুষ্ঠানে অভিষেক বচ্চনের বাহুডোরে ধরা দিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন।
  • এবার রীতেশ দেশমুখের শোয়ে দ্বিতীয় সন্তানের পরিকল্পনার কথা শুনে লজ্জায় পড়লেন অভিষেক বচ্চন।
Advertisement