shono
Advertisement

Breaking News

খাতড়ার সভায় যাওয়ার আগে কুড়মিদের সঙ্গে সাক্ষাৎ অভিষেকের, গাড়িতে বসেই শুনলেন সমস্যা

পুখুরিয়া মোড়ে কুড়মিদের দেখে দাঁড়ান অভিষেক।
Posted: 06:19 PM May 23, 2023Updated: 07:22 PM May 23, 2023

দেবব্রত দাস, খাতড়া: সিমলাপাল থেকে খাতড়া যাওয়ার পথে কুড়মিদের সঙ্গে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তাঁকে কাছে পেয়ে রাজ্যের অবস্থান জানতে চাইলেন আন্দোলনকারীরা। সমস্যা সমাধানের আশ্বাস অভিষেকের।

Advertisement

মঙ্গলবার বাঁকুড়ায় একাধিক কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাতিল হয় সিমলাপালের সভা। রোড শোর পর খাতড়ার পথে রওনা হন অভিষেক। পথে সিমলাপাল-খাতড়া রাজ্যসড়কে পুকুরিয়া মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য রাস্তায় অপেক্ষা করছিলেন কুড়মি সমাজের ঘাঘরা ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্যরা। তাঁদের দেখে গাড়ি থামান অভিষেক। গাড়িতে বসেই কথা বলেন, দুই প্রতিনিধির সঙ্গে।

[আরও পড়ুন: সাইকেল চড়ে থানা ও এলাকা পরিদর্শনে জঙ্গিপুরের পুলিশ সুপার, কারণটা কী?]

জানা গিয়েছে, এদিন কুড়মিদের তরফে তাঁদের জাতি সত্ত্বা নিয়ে রাজ্যের মনোভাব জানতে চাওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি জানান, এভাবে কিছু বলা যায় না। কেন্দ্রকে ব্যাখ্যা দেওয়া হবে। এর বেশি এই মুহূর্তে তাঁর পক্ষে বলা সম্ভব নয়। কথা শেষে খাতড়ার সভার দিকে এগোন অভিষেক।

প্রসঙ্গত, এই মুহূর্তে তপসিলি উপজাতি (ST) ভুক্ত হওয়ার দাবিতে জোরদার আন্দোলনে নেমেছে আদিবাসী সমাজ। পথ অবরোধ, বিক্ষোভ, বনধের মধ্যে দিয়ে কুড়মি ধারাবাহিক আন্দোলন কর্মসূচি চলছে। এর মধ্যে একাধিকবার তাঁরা রাজ্যের একাধিক নেতাকে ঘেরাও করে নিজেদের দাবিদাওয়া জানিয়েছেন। দিলীপ ঘোষ, মানস ভুঁইঞা, জুন মালিয়া জেলা সফরে গিয়ে কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েছিলেন।   

[আরও পড়ুন: ধারের টাকা মেটানোর নামে বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন, সুতিতে আটক ৩]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার