shono
Advertisement

টাকা ছড়িয়ে বাংলার মাটি গেরুয়া করা যাবে না, বিজেপিকে তোপ অভিষেকের

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফের পথে তৃণমূল। The post টাকা ছড়িয়ে বাংলার মাটি গেরুয়া করা যাবে না, বিজেপিকে তোপ অভিষেকের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:29 PM Jun 06, 2018Updated: 04:44 PM Jun 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ পেট্রল-ডিজেলে, এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ, বুধবার পথে নামে তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এই মিছিল শেষ হয় হাজরা মোড় পর্যন্ত৷ টানা ছয় কিলোমিটার পথ মিছিলে হাঁটার পর এবার এদিন হাজরা মোড় থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন৷ বলেন, ‘‘টাকা ছড়িয়ে বাংলার মাটি গেরুয়া করা যাবে না৷ বাংলার মাটি পবিত্র মাটি৷ এখানে ধর্মের নামে রাজনীতি করলে মানুষ ঠিক তার উপযুক্ত জবাব দিয়ে দেবে৷’’

Advertisement

[শহরে এক গোয়েন্দাকর্তার বাড়িতে অভিযান পুলিশের, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও সোনা]

অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘‘সিবিআই, ইডির ভয় দেখিয়ে কিছু হবে না৷ তৃণমূল মানুষের রাজনীতি করে, বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি করে৷ ধর্মের ভিত্তিতে বিজেপি যদি ১০টি ভোট কাটে, তাহলে হাজার ভোট কীভাবে কৌশলে কাটতে হয় তৃণমূল জানে৷’’ আগামী লোকসভা নির্বাচনে এরাজ্যের ৪২টি আসনের মধ্য সবক’টি তৃণমূল পেয়ে ২০১৯ সালে মোদি ফিনিশ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি৷ এদিন তিনি আরও বলেন, ‘‘বাম-কংগ্রেস এখন অচল কয়েন৷ আগামী ২০১৯-এর বিজেপিকে মানুষ ছুড়ে ফেল দেবে৷ কারণ, যে হারে জিনিসের দাম বেড়েছে, যে হারে মানুষের উপর করের বোঝা চাপানো হয়েছে, তাতে মানুষ বুঝেছে আচ্ছে দিন কোথায় গিয়েছে৷’’

[ধর্মকথা শুনে গাঁজার ছিলিমে টান, ভিনরাজ্যের যুবকের সর্বস্ব লুঠ ‘ঘাট গ্যাং’-এর]

কেন্দ্রীয় নীতির সমালোচনার পর এদিন পুরুলিয়ায় দুই বিজেপি কর্মী খুনের প্রসঙ্গও তোলেন তিনি৷ এদিন অভিষেক জানান, পুরুলিয়ায় যে রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটিকে পাঁচজনের চিকিৎসকের দল ময়নাতদন্ত করে আত্মহত্যা বলে উল্লেখ করছেন৷ তারপরেও বিজেপি সুপরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের উপরে দোষ চাপাচ্ছে৷ আসলে রাজ্যের যেখানে যা হচ্ছে, তার সঙ্গে শাসকদলের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে৷

The post টাকা ছড়িয়ে বাংলার মাটি গেরুয়া করা যাবে না, বিজেপিকে তোপ অভিষেকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement