সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ফের মানবিক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিশেষভাবে সক্ষম পুরুলিয়ার এক কিশোরের চিকিৎসার আশ্বাস দিলেন তিনি। অভিষেককে কাছে পেয়ে ঘরের আরজিও জানালেন কিশোরের মা।
জানা গিয়েছে, অসুস্থ কিশোরের নাম শুভজিৎ ঘটক। পুরুলিয়ার বান্দোয়ানের বাসিন্দা বছর ১১-এর ওই কিশোর। জন্ম থেকেই সে বিশেষক্ষমতা সম্পন্ন। হাতেও সমস্যা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যয় পুরুলিয়া যাওয়ার পর থেকেই কিশোরের মা কবিতা দাস ঘটকের ইচ্ছে ছিল তাঁর সঙ্গে দেখা করার। সেই মতো বৃহস্পতিবারও রাস্তায় অপেক্ষা করেছিলেন কবিতাদেবীরা। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তা সম্ভব হয়নি।
[আরও পড়ুন: ‘নিরাপত্তা নিতে লজ্জা হয়’, বারাকপুরে শুটআউট আমজনতার জন্য চিন্তিত অর্জুন সিং]
শুক্রবার দুপুরে বান্দোয়ান ডব্লুউ ডি মাঠে অভিষেকের সভা জেলা নেতৃত্বদের সঙ্গে। সেখানেই শুভজিৎকে নিয়ে হাজির হন মা কবিতা ও ঠাকুমা রিনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছে গিয়ে কথা বলেন কবিতাদেবীদের সঙ্গে। অভিষেককে কিশোরের মা জানান, ছেলের শারীরিক সমস্যার কথা। কলকাতায় চিকিৎসার পাশাপাশি আরজি জানান চাকরির। বিষয়টি জেনেই সহযোগিতার আশ্বাস দেন অভিষেক। তবে ঘটকের পরিবার একটি বাড়ির আবেদন করলে অভিষেক জানান, কেন্দ্রের টাকা আটকে রাখার বিষয়টা। এরপরই শুভজিতের মায়ের ফোন নম্বর নেন সাংসদ। দ্রুতই ছেলের চিকিৎসার ব্যবস্থা হবে বলে আশাবাদী কবিতাদেবী।
শুক্রবার বিকেলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া ছেড়েছেন। তাঁর বেরনোর সময় কালো মেঘে ঢাকা ছিল আকাশ। তা সত্ত্বেও অভিষেককে দেখতে রাস্তার দুধারে উপচে পড়ছিল জনতার ভিড়।