সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের অস্ত্রোপচার সেরে কালীপুজোর আগেই বাংলায় ফেরার কথা ছিল তাঁর। কথা রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কালীপুজোর সকালেই কলকাতায় ফিরলেন তিনি। একটানা ২৫ দিন পর কলকাতায় ফিরলেন তৃণমূল নেতা। তাঁর চোখে ছিল ঘষা কাচের চশমা।
সোমবার দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির হন বহু তৃণমূল কর্মী-সমর্থক। সাংবাদিকদের কোনও কথা বলেননি অভিষেক। তবে দলীয় কর্মীদের হাতজোড় করে প্রণাম করেন। কুশল বিনিময়ও করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
[আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে কাজে লাগাতে হবে দিলীপকে, বঙ্গ বিজেপিকে স্পষ্ট বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের]
উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে দলীয় কর্মিসভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা দুধের গাড়িতে অভিষেকের গাড়ি ধাক্কা মারে। অভিষেকের গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। জ্ঞান হারান অভিষেক। ওই দুর্ঘটনাতেই সাংসদের বাঁ চোখের নিচের হাড় ভেঙে যায়। তারপর থেকেই দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন তিনি। এর আগেও একাধিক শহরের হাসপাতালে চোখের অস্ত্রোপচার করা হয়েছিল তাঁর। কিন্তু সমস্যা মেটেনি।
আমেরিকার হাসপাতালে গত ৫ অক্টোবর তাঁর চোখের পরীক্ষা হয়। দু’টি সমস্যা ধরা পড়ে। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ১২ অক্টোবর দু’জন শল্য চিকিৎসক অস্ত্রোপচার করেন। তারপর টানা ১৯ তারিখ পর্যন্ত পর্যবেক্ষণে ছিলেন তিনি। দেখা যায়, তাঁর চোখ ভাল আছে। বাড়ি ফেরার অনুমতি পান অভিষেক। আর তারপরই কালীপুজোর দিন সকাল ৮টা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছন তিনি।
এদিকে, কালীপুজোর প্রস্তুতি ব্যস্ত বন্দ্যোপাধ্যায় পরিবার। রবিবার প্রতিমার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আজকের দিনে একেবারে গৃহকর্ত্রী রূপে দেখা যায় তাঁকে। উপোস করে রান্না করেন ভোগও। রাজনৈতিক জগতের পাশাপাশি শহরের বিশিষ্টরা মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় অংশ নেন। এবার অভিষেক চোখের অস্ত্রোপচার সেরে কলকাতায় ফেরায় কালীপুজোর আনন্দ যেন দ্বিগুণ হল।