সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরভোটের আগে অমিত শাহ-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দ্বৈরথের সাক্ষী থাকতে চলেছে ত্রিপুরা। দলীয় সূত্রে খবর, পুরভোটের প্রচারের শেষলগ্নে আগরতলায় সভা করতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিকে আবার ওই সময়ই সেরাজ্যে হাজির থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও (Amit Shah)। যদিও রাজনৈতিক নয়, সরকারি কর্মসূচি নিয়ে ত্রিপুরা যাচ্ছেন তিনি। সবমিলিয়ে পুরভোটের প্রাক্কালে জমজমাট রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী থাকতে পারে ত্রিপুরা।
গত ৩১ অক্টোবরই আগরতলায় জনসভা করেছেন অভিষেক। সেদিনই প্রকাশ্যে দাবি করেছিলেন, পুরভোটের আগে ফের ত্রিপুরা যাবেন তিনি। শেষ রক্তবিন্দু দিয়ে লড়বেন বিজেপির বিরুদ্ধে। আগামী ২৫ নভেম্বর ত্রিপুরার পুরভোট। প্রচার শেষ হচ্ছে ২৩ নভেম্বর। তৃণমূল (TMC) সূত্রের খবর, নিজের পূর্ব ঘোষণামতোই পুরভোটের প্রচারের একেবারে শেষ মুহূর্তে আগরতলায় যাবেন অভিষেক। শোনা যাচ্ছে, আগামী ২২ নভেম্বর আগরতলা পৌছবেন অভিষেক। আগরতলা শহরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
[আরও পড়ুন: ‘হামলা হলে তৃণমূলও ছাড়বে না’, ত্রিপুরার দায়িত্ব বুঝে নিয়েই বিজেপিকে হুঁশিয়ারি রাজীবের]
চমকপ্রদভাবে ওই একইসময়ে বিজেপির ভোট সেনাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও থাকতে পারেন। অমিত শাহ ত্রিপুরা পৌঁছবেন ২১ নভেম্বর। পরের দিন অর্থাৎ ২২ নভেম্বরও তিনি বেশ কিছু কাজ নিয়ে রাজধানী আগরতলায় থাকবেন। তবে, অমিত শাহর এই সফর অরাজনৈতিক। সরকারি কাজ নিয়েই তিনি ত্রিপুরা (Tripura) যাচ্ছেন। যার ফলে ২২ নভেম্বর ত্রিপুরায় ফের অভিষেক-অমিত দ্বৈরথের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। একুশের বিধানসভা ভোটে এই ধরনের বহু দ্বৈরথ দেখেছে বাংলা। এবারও সাক্ষী থাকতে চলেছে বাংলা।
[আরও পড়ুন: চলতি বছর থেকেই ফের এমপি-ল্যাডের টাকা পাবেন সাংসদরা, ঘোষণা কেন্দ্রের]
ত্রিপুরার পাশাপাশি খুব শিগগিরই গোয়াতেও পা রাখতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল সূত্রের খবর, সব ঠিক থাকলে চলতি মাসের শেষদিকেই গোয়া সফরে যেতে পারেন অভিষেক। ইতিমধ্যেই গোয়ার মাটিতে রাজনৈতিক জমি তৈরির কাজ শুরু করেছে তৃণমূল। গত মাসে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেরাজ্যে গিয়েছিলেন দলের কর্মীদের উৎসাহ দিতে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এবার ছোট্ট রাজ্যটিতে যাবেন অভিষেকও। তৃণমূল যে ত্রিপুরার পাশাপাশি গোয়াকেও (Goa) যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, মমতার পর অভিষেকের সম্ভাব্য সফর সেটাই প্রমাণ করছে।