সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পুজোয় মুক্তি পেতে চলেছে টলিউডের সুপারহিট পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদের ‘রক্তবীজ’। ইতিমধ্য়েই এই ছবির টিজার হইচই ফেলে দিয়েছে টলিপাড়ায়। একের পর এক চমক রয়েছে নন্দিতা ও শিবপ্রসাদের এই ছবিতে। যেমন, এই প্রথম এই জুটির ছবিতে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়। শুধু তাই আবিরকে এই ছবিতে দেখা যাবে রাফ অ্য়ান্ড টাফ আইপিএস অফিসার পঙ্কজ সিংয়ের চরিত্রে। তা কেমন ছিল এই ছবির শুটিংয়ের অভিজ্ঞতা? কীভাবে নিজেকে তৈরি করেছিলেন এই চরিত্রের জন্য?
আবিরের কথায়, ”আসলে এই ছবিতে আমার চরিত্র এমন, যেখানে আমাকে সব সময় তৎপর থাকতে হয়। যার কাঁধে এমন দায়িত্ব, যেখানে ভুল করলেই বড় ক্ষতি। শরীরের ফিটনেসের চেয়ে মানসিক দিক থেকে তৎপর থাকাটাই অত্যন্ত জরুরি ছিল। গোটা টিমের দায়িত্ব তার উপর। দেশের দায়িত্ব তার উপর। দেশের প্রথম নাগরিকের দায়িত্ব তার উপর। তাই শারীরিক ফিটনেসের সঙ্গে সঙ্গে মানসিক দৃঢ়তাও থাকা ভালো। এরকম চরিত্র আমার করতে ভালোই লাগে। ছবিতে যে স্টান্টগুলো দেখা যাবে, তা কখনই বাড়াবাড়ি পযার্য়ের মনে হয় না। স্টান্টমাস্টার সেদিকটাই নজরে রেখেছিলেন। আমার চরিত্রের সঙ্গে যেন স্টান্টটা মিলে যায়। অবাস্তব যেন মনে না হয়। সেটাকেই প্রাধান্য দিয়েছিলেন।”
আবির আরও বলেন, ”আমি বরাবরই খেলাধুলো পছন্দ করি। নিজেকে সবসময়ই ফিট রাখি। আমার এটা নিজেরই পছন্দের। হয়তো এই ফিটনেসটাই এই চরিত্রটা করতে আমাকে সাহায্য করেছে। পরিচালক যেভাবে আমাকে দৃশ্যগুলো বুঝিয়েছেন, সেটা সঠিকভাবে করতে সাহায্য করেছে এই ফিটনেসই।”
[আরও পড়ুন: আদিপুরুষ’-এ হয়েছিলেন রাবণের মন্দোদরী, এবার মালদ্বীপের মাদকতায় লাস্যময়ী সোনল]
নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নির্দেশনায় এটাই প্রথম কাজ আবির চট্টোপাধ্যায়ের। এর আগে আমরা তাকে দেখেছি অরিত্র মুখোপাধ্যায়ের ছবি “ফাটাফাটি”-তে। যার প্রযোজনার দায়িত্বে ছিলেন নন্দিতা ও শিবু। আবির সম্পর্কে শিবপ্রসাদ জানালেন, “আমি যখন দেখতাম আরিত্রর ছবির জন্য আবিরকে কাজ করতে, ওর কাজের প্রতি একাগ্রতা এবং নিষ্ঠা দেখে সত্যি খুব ইচ্ছা হয়েছিল, যে একসঙ্গে একটা ছবি করতেই হবে। তার পর “রক্তবীজ”-এ অবশেষে সেই স্বপ্নপূরণটি ঘটে। ছবি মুক্তি পেলেই আপনার সবাই বুঝতে পারবেন কতোটা ভালোবাসা এবং কতটা একাগ্রতা দিয়ে তৈরি এই ছবি।”
উইন্ডোজ প্রোডাকশন ও সঞ্জয় আগরওয়ালের প্রযোজনায় তৈরি হয়েছে ‘রক্তবীজ’। এই ছবির সৌজন্যেই বহুদিন বাদে বড়পর্দায় দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি আইপিএস অফিসার হিসেবে অভিনয় করেছেন আবির। নতুন যে দু’টি ছবি প্রকাশ্যে এসেছে তা দেখে আন্দাজ করাই যায়, বেশ রাফ অ্যান্ড টাফ মেজাজে এবার পাওয়া যাবে টলিউডের হ্যান্ডসাম হাঙ্ককে। ছবি দু’টি শেয়ার করে ক্যাপশনে শিবপ্রসাদ লিখেছেন, “উড়ছে আবির। ছুটছে আবির। মারছে আবির।”