shono
Advertisement

ভোররাতে ডাম্পারের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল গাড়ি, বুদবুদে মৃত্যু মামা-ভাগ্নের

আহত আরও ২ জন।
Posted: 10:59 AM Aug 21, 2022Updated: 11:40 AM Aug 21, 2022

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: রবিবার ভোররাতে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুরের বুদবুদে (BudBud) দুর্ঘটনা। গাড়িতে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল দুজনের। আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাকে কেন্দ্র করে সাতসকালে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, মৃতদের নাম দীনেশ যাদব ও সত্যেন্দ্র যাদব। সম্পর্কে মামা-ভাগ্নে। তাঁরা পানাগড় বাজারের বাসিন্দা। তাঁরা দুজন-সহ মোট ৪ জন শনিবার গাড়ির কাজে খড়গপুরে গিয়েছিলেন। ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে ফিরছিলেন। ভোররাতে বুদবুদ থানার অন্তর্গত বুদবুদ বাইপাসের উপর ওই গাড়িটিতে ধাক্কা দেয় একটি ডাম্পার। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ভিতরে আটকে পড়েন যাত্রী। শব্দ পাওয়ামাত্রই ছুটে যান স্থানীয়রা। উদ্ধার কাজে হাত লাগান তাঁরা। খবর দেওয়া হয় বুদবুদ থানায়।

[আরও পড়ুন: জেলে আচমকা অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে যাওয়া হল এসএসকেএমে]

ছবি: উদয়ন গুহরায়।

পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয় গাড়িতে আটকে পড়া চারজনকে। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করে। সেখানে চিকিৎসা চলছে আহত বাকি দুজনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ঘাতক ডাম্পারটির গতি কত ছিল, তাতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তাও দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর।

[আরও পড়ুন: আদালতের কাজের জন্য তৈরি নতুন ভবন, আগামী সপ্তাহেই নব মহাকরণে বসবে এজলাস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার