অর্ণব আইচ: ফের কলকাতা শহরে বেপরোয়া গাড়ির তাণ্ডব। রেড রোডে ঘোড়ার গাড়িতে ধাক্কা মারল চারচাকা। দুমড়ে যায় ঘোড়ার গাড়ির একাংশ। জখম ৩। গ্রেপ্তার করা হয়েছে চারচাকা গাড়ির চালককে।
বছর শেষে শীতের কলকাতায় ঘুরতে বেরন অনেকেই। সেরকমই বুধবার সকালে ভিক্টোরিয়ার সামনে থেকে ঘোড়ার গাড়িতে উঠেছিলেন দম্পতি। সঙ্গে ছিল শিশু। তাঁরা রেড রোডে পৌঁছতেই ঘটে দুর্ঘটনা। একটি গাড়ি আচমকা ধাক্কা দেয় ঘোড়ার গাড়িটিতে। রাস্তায় ছিটকে পড়েন ঘোড়ার গাড়িতে থাকা তিনজন। ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। একটি চাকা খুলে যায়। এদিকে যে গাড়িটি ধাক্কা দিয়েছিল, সেটিও ক্ষতিগ্রস্ত হয়। তড়িঘড়ি আহত তিনজন উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
[আরও পড়ুন: রাস্তায় ইট দিয়ে থেঁতলে স্ত্রীকে খুন করল স্বামী, CCTV ক্যামেরায় ধরা পড়ল ভয়ংকর দৃশ্য]
এই দুর্ঘটনার ফলে স্বাভাবিকভাবেই ব্যস্ত সময়ে রেড রোডে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রবল যানজট তৈরি হয়। ব্যাপক সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। কিন্তু কীভাবে ঘটল দুর্ঘটনা? চালকের দাবি, আচমকা তাঁর গাড়ির সামনে চলে আসে ঘোড়ার গাড়িটি। তিনি ব্রেক কষলেও শেষ রক্ষা হয়নি। জানা গিয়েছে, ইতিমধ্যেই গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘোড়াটির শারীরিক অবস্থা জানা যায়নি। প্রসঙ্গত, কিছুদিন আগে চিংড়িঘাটায় বেপরোয়া গাড়ি ধাক্কা মারে ৭ থেকে ৮ জনকে। মৃত্যু হয় ১ মহিলার। এবার ফের দুর্ঘটনা তিলোত্তমার বুকে।