সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১০০ টাকা চুরির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সহপাঠীর এমন অভিযোগে চরম অপমানিত হয়ে সবচেয়ে কঠোর সিদ্ধান্তটা নিয়ে ফেলল মাইসুরুর বছর ১৩-র ওই কিশোর। জীবনকে আলবিদা জানানোর। শেষপর্যন্ত আত্মহননের পথই বেছে নিল সে।
(এবার পতঞ্জলির পণ্য ব্যবহার করবে বিএসএফ)
মাইসুরুর মেটাগল্লির শ্রী ভিরাবেশ্বরা স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র পবনের এমন কাণ্ডে হতবাক পরিজন থেকে পড়শি সবাই। ঘটনার দিন স্কুল থেকে ফিরে প্রতিবেশীদের থেকে বাড়ির চাবি নিয়ে ঘরে ঢোকে পবন। তারপর স্কুলের পোশাকেই গলায় দড়ির ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে সে। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলেছেন পবনের বাবা। তিনি থানায় একটি অভিযোগও দায়ের করেছেন।
(জিও-র ফ্রি পরিষেবার সুনামিতে ভাটার টান)
পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে সহপাঠীর ব্যাগ থেকে ১০০ টাকা বের করে নেয় পবন। তারপর সেখান থেকে ৩০ টাকা খরচ করে সে। পরে নিজের ভুল বুঝতে পেরে বাকি টাকা সহপাঠীর ব্যাগে রেখে দেয় পবন। এরপর ঘটনা জানাজানি হতেই স্কুল কর্তৃপক্ষ পবনের বাবা জয়শিলনকে ডেকে পাঠায়। বিষয়টি তিনি জানার পর ছেলেকে খুব ধমকানি দেন। জানা গিয়েছে, এতেই অপমানিত বোধ করে ছুটতে ছুটতে বাড়িতে এসে এই কাণ্ড ঘটায় সে। যদিও তার বাবার দাবি, সেই ১০০ টাকা তিনিই পবনকে দিয়েছিলেন। যার থেকে কিছু টাকা খরচ করেছিল পবন।
(এবার শুক্রগ্রহে অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরো)
The post মাত্র ১০০ টাকা চুরির অভিযোগ, অপমানে আত্মঘাতী কিশোর appeared first on Sangbad Pratidin.