shono
Advertisement

কাঁওর যাত্রীদের তাণ্ডবে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

দিল্লির ঘটনায় গ্রেপ্তার ১৷ The post কাঁওর যাত্রীদের তাণ্ডবে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:56 PM Aug 10, 2018Updated: 04:26 PM Aug 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির পর উত্তরপ্রদেশ৷ পরপর দু’দিন ধরে কাঁওর যাত্রীদের গাড়ি ভাঙচুরের ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট৷ হামলার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷

Advertisement

[পরীক্ষায় টোকাটুকি রুখতে বন্ধ ইন্টারনেট, বিপুল ক্ষতির মুখে টেলিকম সংস্থাগুলি]

অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল শুক্রবার সুপ্রিম কোর্টে এই বিষয়টি উত্থাপন করেন৷ মামলার শুনানি হয় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে৷ অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, কাঁওর যাত্রীরা প্রায়ই নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে৷ খুব সামান্য কারণেই অশান্তি তৈরি করছেন তাঁরা৷ পুণ্যার্থীদের আইন ভাঙার ঘটনা দেশের পক্ষে বিপজ্জনক৷ এই ঘটনার শীর্ষ আদালতের হস্তক্ষেপের আরজি জানান অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল৷ এরপর অভিযুক্ত কাঁওর যাত্রীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ৷

[বিজেপি-বিরোধী মহাজোটে ধাক্কা, শামিল হচ্ছে না কেজরিওয়ালের আপ]

ঘটনার সূত্রপাত হয় গত ৭ আগস্ট৷ দিল্লির মোতিনগরে গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়৷ এরপরই রীতিমত লাঠিসোটা নিয়ে ওই গাড়িটিতে ভাঙচুর করতে শুরু করে কাঁওর যাত্রীরা৷ সেই সময় গাড়িতে ছিলেন এক মহিলা-সহ দুজন৷ ঘটনায় পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ৷ সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়৷ সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই তদন্তে নামে পুলিশ৷ বৃহস্পতিবার বছর ছাব্বিশের এক যুবককে গ্রেপ্তার করা হয়৷ ধৃত রাহুল আলিয়াস বিলা, পশ্চিম দিল্লির উত্তম নগরের বাসিন্দা৷ এর আগে ছয়-সাত মাস জেলে কাটিয়েছে সে৷ চুরির মামলায় ২০১৪ সালে জামিনে মুক্তি পায় বিলা৷ দিল্লির পর উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় কাঁওর যাত্রীরা৷ রাস্তায় ফেলে মারধর করা হয় এক ঊর্দিধারীকে৷  ভিডিওর সূত্র ধরেও সেই ঘটনারও তদন্ত করছে পুলিশ৷ অভিযুক্তরা এখনও অধরা৷ 

[মুসলিমকে বিয়ে, বাঙালি মহিলার শ্রাদ্ধের অনুমতি দিল না দিল্লির কালীমন্দির]

The post কাঁওর যাত্রীদের তাণ্ডবে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement