shono
Advertisement

আদালতে আত্মসমর্পণ বিক্রমের, ১,০০০ টাকার বন্ডে আগাম জামিন অভিনেতার

সাতদিনের মধ্যে তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে৷ The post আদালতে আত্মসমর্পণ বিক্রমের, ১,০০০ টাকার বন্ডে আগাম জামিন অভিনেতার appeared first on Sangbad Pratidin.
Posted: 02:33 PM May 05, 2017Updated: 09:04 AM May 05, 2017

স্টাফ রিপোর্টার: দুর্ঘটনায় মডেল সনিকা সিংয়ের মৃত্যুর জেরে মামলায় পুলিশের নোটিস পাওয়ায় আদালতে আত্মসমর্পণ করলেন টলিউডের বিশিষ্ট অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়৷ সনিকার পরিবারের তরফে তাঁর বিরু‌দ্ধে বেপরোয়া গাড়ি চালানোয় গাফিলতির অভিযোগ এনেছিল৷ মডেলের মৃত্যুর আগের ঘটনার পাশাপাশি সেদিন ঠিক কী কারণে গাড়ি দুর্ঘটনা হয়েছিল তা জানতে বিক্রমকে জেরা করতে চায় পুলিশ৷ কিন্তু আইনজ্ঞদের পরামর্শে শুক্রবার সকালে অভিনেতা আলিপুর পুলিশ আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন৷ দুপুরের পর এসডিজেএম-র এজলাসে এই মামলার শুনানি হয়৷ আদালত তাঁকে ১ হাজার টাকার বন্ডে আগাম জামিন দিয়ে দেয়।

Advertisement

[নির্ভয়া কাণ্ডে চার দোষীর ফাঁসির সাজা বহাল সুপ্রিম কোর্টের]

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই তাঁকে জেরার জন্য নোটিস দিয়ে ডেকে পাঠায় টালিগঞ্জ থানার পুলিশ৷ সাতদিনের মধ্যে তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে৷ এরপর এদিন বাবার সঙ্গে গিয়ে আদালতে আত্মসমর্পণ করেন তিনি৷ গত শনিবার ভোররাতে লেক মার্কেটের সামনে দুর্ঘটনার মুখে পড়ে বিক্রমের গাড়ি৷ বিক্রম নিজেই ছিল চালকের আসনে৷ ঘটনার পর প্রথম হাসপাতাল থেকে চলে গেলেও পরে এসে ভর্তি হন তিনি৷ দুর্ঘটনার সময় যে পোশাক পরে ছিলেন বিক্রম, তা বাজেয়াপ্ত করে ইতিমধ্যে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷ পরবর্তী ক্ষেত্রে বিক্রমের রক্ত পরীক্ষাও করা হবে৷ পুলিশ বিক্রমকে জেরা করে ওইদিনই যে পার্টিতে তিনি ছিলেন তার তথ্যও সংগ্রহ করবে৷ কারণ, পার্টিতে তিনি মদ্যপান করেছিলেন কি না তা বিক্রমের কাছ থেকেই স্পষ্ট হতে চাইছে টালিগঞ্জ থানা৷ কারণ, যদি মদ্যপান করে থাকেন তবে এই গাড়ি দুর্ঘটনার মামলা নতুন মোড় নিতে পারে৷ বিক্রমের জবানবন্দির পাশাপাশি যে হাসপাতালে দুর্ঘটনার পরই ভর্তি হয়েছিলেন সেখান থেকে তাঁর রক্তপরীক্ষার রিপোর্টও পুলিশ সংগ্রহ করবে৷ কারণ, রক্তে অ্যালকোহল ছিল কি না তা ওই রিপোর্টে স্পষ্ট হবে বলে তদন্তকারী অফিসারদের দাবি৷

[ভাঙল সমাজবাদী পার্টি, মুলায়মকে প্রধান করে নতুন দল গড়লেন শিবপাল]

যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেই এলাকায় গিয়ে ইতিমধ্যে পুলিশ সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখার চেষ্টা করেছে৷ কিন্তু সেই সিসিটিভি-বন্দি ফুটেজ ঝাপসা মেলায় তা থেকে দুর্ঘটনার কোনও স্পষ্ট ছবি মেলেনি৷ কারণ হিসাবে পুলিশ মনে করছে গাড়িটি এতটাই দ্রূততার সঙ্গে বেরিয়ে গিয়ে ধাক্কা মেরেছে যে সংশ্লিষ্ট সিসিটিভির ফুটেজ অস্পষ্ট হয়ে গিয়েছে৷ যার ফলে এক্ষেত্রে বিক্রমের কথার সত্যতা যাচাই করতে গেলে পুলিশকে পারস্পরিক তথ্য-প্রমাণের উপর ভিত্তি করতে হবে৷ বিক্রমের বিরুদ্ধে পুলিশ গাফিলতির জন্য অনিচ্ছাকৃত খুন, বেপরোয়া গাড়ি চালানো-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে৷ মৃত সনিকার পরিবারের অভিযোগ, বিক্রম দায়িত্বজ্ঞানহীন হয়ে জোরে গাড়ি না চালালে তাদের মেয়ের এমন মর্মান্তিক পরিণতি হত না৷

The post আদালতে আত্মসমর্পণ বিক্রমের, ১,০০০ টাকার বন্ডে আগাম জামিন অভিনেতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার