সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনের দিনও কাজে ব্যস্ত ছিলেন জুনিয়র কাপুর৷ একদিকে তাঁর আগামী ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির প্রমোশন করছেন আর অন্যদিকে ‘জগ্গা জাসুস’ ছবিতে অভিনয় করছেন৷ এই চরম ব্যস্ততার মধ্যেও জন্মদিনে সারপ্রাইজ পেলেন রণ৷
Advertisement
জানা গিয়েছে, তাঁকে কাজের মাঝেই এসে বার্থডে সারপ্রাইজ দেন তাঁর দুই বন্ধু আদিত্য রায় কাপুর এবং অর্জুন কাপুর৷ জন্মদিন উপলক্ষে ফুটবল কেক নিয়ে রাত সাড়ে এগারোটা নাগাদ হাজির হন তাঁর বন্ধুরা৷ বেশ কিছুক্ষণ শুটিং বন্ধ রেখে সেটের সবাই তাঁর জন্মদিনের উৎসবে মেতে উঠেছিলেন৷ কিন্তু একই ছবির জন্য বর্তমানে শুটিং করলেও রণবীরের জন্মদিনে সেটে দেখা মিলল না ক্যাটের৷ অন্যবারের মতো তাই রণকে জন্মদিনের সারপ্রাইজটা তাঁর প্রেমিকা দিলেন না! বন্ধুদের সঙ্গেই মেতে থাকতে হল তাঁকে!
The post ক্যাটরিনা নন, বিশেষ বন্ধু জন্মদিনের উপহার দিলেন রণবীরকে appeared first on Sangbad Pratidin.