সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথায় পাকা চুল। তাতেই শোভা পাচ্ছে খাকি রঙের টুপি। চাহনি ক্ষুরধার। মুখে একটাই কথা, দুর্নীতি বাড়লে বার বার ফিরে আসব! এলেন, আবারও 'সেনাপতি' হয়ে শত্রুদের বিনাশ করতে হাজির কমল হাসান (Kamal Haasan)। মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে 'ইন্ডিয়ান ২' তথা 'হিন্দুস্তানি ২'র ট্রেলার। যাতে নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নিয়েছেন সুপারস্টার।
১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল 'ইন্ডিয়ান'। এস. শঙ্করের পরিচালনায় প্রথমবার চন্দ্রু এবং বীরাশেকারান সেনাপতি হিসেবে অভিনয় করেছিলেন কমল হাসান। বক্স অফিসে ভালো ফল করেছিল সেই ছবি। দ্বৈত চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন তারকা। আজও তাঁর এই চরিত্রকে আইকনিক মনে করা হয়। ফলে ছবি নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে।
[আরও পড়ুন: আচমকাই শোনার শক্তি হারিয়েছেন অলকা ইয়াগনিক, এমন কেন হয়? জানালেন বিশেষজ্ঞ]
নতুন ছবিতে আর দ্বৈত চরিত্র নয়, সেনাপতির চরিত্রেই অভিনয় করছেন কমল। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সিদ্ধার্থ। নায়িকা হিসেবে দেখা যাবে রকুলপ্রীত সিংকে। এছাড়াও রয়েছেন প্রিয়া ভবানী, গুলশন গ্রোভার, এস. জে. সূরিয়া, পিযুষ মিশ্রর মতো এক ঝাঁক তারকা। ২০১৯ সালে এই ছবির শুটিং শুরু হয়েছিল। বছর পার হতে না হতেই বিপত্তি।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে চেন্নাইয়ের স্টুডিওতে ছবির এক গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালীন দেড়শো ফুট উচু ক্রেনের ওপর থাকা লাইটের সেট-আপ ভেঙে পড়ে। ঘটনায় মৃত্যু হয় ৩ জনের। ঘটনাস্থলে পরিচালক শঙ্করও ছিলেন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। তবে পায়ে আঘাত পান। কমল হাসানও সেটে উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পর মৃতদের পরিবারের সাহায্যার্থেও এগিয়ে আসেন কলম হাসান। প্রত্যেক পরিবারকে ১ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিনি। এত কিছুর পর চলতি বছরের মার্চ মাসে ছবির শুটিং শেষ হয়। সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে জুলাই মাসে।