সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হলেন টেলিপর্দার জনপ্রিয় অভিনেতা প্রাচীন চৌহান (Pracheen Chauhan)। শুক্রবার সকালেই মালাড থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন ‘কসৌটি জিন্দেগি কি’ ধারাবাহিকের এই অভিনেতা। সূত্রের খবর অনুযায়ী, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতেই অভিনেতাকে এদিন গ্রেপ্তার করা হয়।
একতা কাপুরের ‘কসৌটি জিন্দেগি কি’ (Kasauti Zindagi Ki) ধারাবাহিক থেকেই সিরিয়ালের দুনিয়ায় পা রাখেন প্রাচীন। এরপর একে একে প্রচীনের ঝুলিতে চলে আসে প্রচুর সিরিয়াল। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘শিটি আইডিয়াস ট্রেন্ডিং’ নামে এক সিরিজে।
খবর অনুযায়ী, ৩০ তারিখ অভিনেতার বাড়ির পার্টিতে গিয়েছিলেন নির্যাতিতা। সেখানেই নাকি মদ্যপ অবস্থায় অভিনেতা প্রাচীন চৌহান মহিলার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, জিজ্ঞাসাবাদের পর জামিন পেয়েছেন প্রাচীন। তবে তদন্ত চলবে অভিনেতার। এই ঘটনা নিয়ে অভিনেতার তরফ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
[আরও পড়ুন: ১৫ বছরের দাম্পত্যের ইতি, ডিভোর্সের ঘোষণা করলেন আমির খান ও কিরণ রাও]
কয়েক দিন আগে টেলিভিশনের আরেক অভিনেতা পার্ল ভি পুরির (Pearl v puri) বিরুদ্ধেও নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। পার্লের বিরুদ্ধে POCSO অ্যাক্টে মামলা রুজু করা হয়েছিল। পাশাপাশি IPC 376 AB, r/w এবং POCSO Act 4, 8, 12,19, 21 ধারায় মামলা রুজু হয়েছিল।