সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত চলচ্চিত্র ও দূরদর্শনের পরিচিত মুখ বর্ষীয়ান অভিনেতা মঙ্গল ধিলোঁ (Mangal Dillon)। আগামী রবিবার, ১৮ জুন ছিল তাঁর জন্মদিন। তার ঠিক এক সপ্তাহ আগে ক্যানসারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। কেবল অভিনয়ই হয়, পরিচালনা ও প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
পাঞ্জাবের বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় নাম মঙ্গল ধিলোঁ। কিন্তু গত শতকের আটের দশকে ‘খুন ভরি মাঙ্গ’, ‘দয়াবান’, ‘নাকাবন্দি’, ‘কাঁহা হ্যায় কানুন’, ‘দালাল’, ‘ট্রেন টু পাকিস্তান’ ইত্যাদি ছবিতে অভিনয় করে তিনি সর্বভারতীয় দর্শকদের নজর কাড়েন। তবো বিনোদন জগতে তাঁর আত্মপ্রকাশ ১৯৮৬ সালে ‘কথাসাগর’ ধারাবাহিকের মাধ্যমে। ওই বছরই সিরিয়াল ‘বুনিয়াদে’ও অভিনয় করেন তিনি। পরবর্তী সময়ে ‘জুনুন’, ‘কিসমত’, ‘দ্য গ্রেট মারাঠা’, ‘প্যান্থার’, ‘সাহিল’, ‘যুগ’ প্রভূতি সিরিয়ালেও কাজ করেছেন বর্ষীয়ান অভিনেতা।
[আরও পড়ুন: আরামবাগে দল ছাড়লেন TMCP’র জেলা সভাপতি, তৃণমূলে ধাক্কা বারাসত-মুর্শিদাবাদেও]
পাঞ্জাবের ফরিদকোটের এক শিখ পরিবারে জন্ম মঙ্গল ধিলোঁর। তবে স্কুলের পড়াশোনা শেষ করে তিনি উত্তরপ্রদেশে যান। সেখান থেকেই স্নাতক হওয়ার পরে অভিনয়ে স্নাতকোতর্র শেষ করেন ১৯৮০ সালে। এরপর অভিনয়কেই কেরিয়ার হিসেবে বেছে নেন। পরবর্তী সময়ে তিনি একটি প্রোডাকশন হাউসও খুলেছিলেন। সেই হাউসের প্রযোজনায় তৈরি হয়েছিল ‘খালসা’ নামের ছবি। তাঁর মৃত্যুতে বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া।