সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল খেলতে বরাবরই ভালবাসেন রণবীর কাপুর। প্রায়ই তাঁকে ময়দানে বল পায়ে দেখা যায়। রবিবার ছিল এমনই একটা দিন। এদিনও তিনি তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন। কিন্তু খেলতে গিয়ে আচমকাই চোট লাগে তাঁর।
শীতের সকালে রণবীর কাপুরের সঙ্গে মাঠে নেমেছিলেন ঈশান খট্টর, সইফ আলি খান, ইব্রাহিম আলি খান-সহ অনেকে। বেশ জমে উঠেছিল খেলা। কয়েকটি গোলও করেন রণবীর। কিন্তু হঠাৎই ছন্দপতন। খেলতে গিয়ে আঘাত লাগে রণবীরের। অন্য এক খেলোয়াড়ের হাত লাগে তাঁর মুখে। মুহূর্তে ফেটে যায় ঠোঁট। যন্ত্রণায় কুঁকড়ে যান তিনি। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। অনুরাগীরা অভিনেতার সুস্থতা প্রার্থনা করছেন টুইটে। তবে সূত্রের খবর, চোট খুব গুরুতর নয়। সামলে নিয়েছেন রণবীর। এখন মোটামুটি সুস্থই রয়েছেন তিনি। যদিও অভিনেতার তরফে এখনও কিছু জানানো হয়নি।
[ আরও পড়ুন: দাদাসাহেব ফালকে পুরস্কার নিতে যাচ্ছেন না অমিতাভ, টুইটারে ইঙ্গিত অভিনেতার ]
পরের বছর মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের ছবি ‘ব্রহ্মাস্ত্র’। ছবিতে রণবীর কাপুর ছাড়াও অভিনয় করেছেন আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, মৌনী রায় ও আক্কিনেনি নাগার্জুনা। পরিচালক অয়ন মুখোপাধ্যায় বলেছিলেন, ছবিটি একেবারেই আধুনিক ছবি। কিন্তু ছবির নাম ‘ব্রহ্মাস্ত্র’ রাখার কারণ প্রাচীন ভারতের জ্ঞান, শক্তি ও ক্ষমতার কথা ছবিতে তুলে ধরা হয়েছে। ব্রহ্মার অস্ত্র হল ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাকে বলা হয় বিশ্বের সৃষ্টিকর্তা। তাঁর অস্ত্রের নাম অনুসারে ছবির নাম রাখার একটি বিশেষ কারণ রয়েছে। প্রাচীন জ্ঞান, শক্তি ও ক্ষমতার কথা বোঝাতে এই নামটি ব্যবহার করা হয়েছে। রণবীর কাপুর জানিয়েছেন, ছবিটি একটি অলৌকিক রোম্যান্টিক রূপকথার গল্প। অয়ন কখনও এমন কোনও চরিত্র তৈরি করেন না যার মধ্যে সত্যতা নেই। এখানেও তার ব্যতিক্রম নেই। কিন্তু অলৌকিক রূপকথার গল্পে সত্যতা কোথায়, তা নিয়ে মুখ খোলেননি অভিনেতা।
[ আরও পড়ুন: নারী নিরাপত্তা নিশ্চিত করতে অভিনব উদ্যোগ, ক্যাব পরিষেবা চালু করছেন দীপিকা ]
The post রক্তারক্তি কাণ্ড! ফুটবল খেলতে গিয়ে আঘাত পেলেন রণবীর appeared first on Sangbad Pratidin.