shono
Advertisement

Breaking News

শুটিংয়ে মহিলা ক্রু মেম্বারকে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেপ্তার অভিনেতা বিজয় রাজ

কোন সিনেমার সেটে ঘটল এমন ঘটনা?
Posted: 08:52 PM Nov 03, 2020Updated: 08:52 PM Nov 03, 2020
@font-face { font-family: 'Noto Sans Bengali'; font-style: normal; font-weight: 400; src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.eot); src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.eot?#iefix) format('embedded-opentype'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.woff2) format('woff2'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.woff) format('woff'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.ttf) format('truetype') } @font-face { font-family: 'Noto Sans Bengali bold'; font-style: normal; font-weight: 700; src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.eot); src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.eot?#iefix) format('embedded-opentype'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.woff2) format('woff2'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.woff) format('woff'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.ttf) format('truetype') } p {font-family: 'Noto Sans Bengali', sans-serif; font-size: 20px; line-height: 33px;}

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বলিউডে যৌন হেনস্তার অভিযোগ। এবার শুটিংয়ের সেটে মহিলা ক্রু মেম্বারকে নিগ্রহ করার অভিযোগে গ্রেপ্তার অভিনেতা বিজয় রাজ (Vijay Raaz)। সোমবার মহারাষ্ট্রের (Maharashtra) গন্ডিয়ার একটি হোটেল থেকে অভিনেতাকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সংস্থা এএনআইকে মঙ্গলবার জানান, এলাকার অতিরিক্ত পুলিশ সুপার অতুল কুলকর্ণি (Atul Kulkarni)।

Advertisement

[আরও পড়ুন: রোশনের সঙ্গেও বিয়ে ভাঙছে শ্রাবন্তীর? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখেই শুরু জোর জল্পনা]

১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘ভোপাল এক্সপ্রেস’ (Bhopal Express) ছবির মাধ্যমে বলিউডে বিজয় রাজের যাত্রা শুরু হয়। পরিচিতি পান রামগোপাল বর্মা পরিচালিত ছবি ‘জঙ্গল’-এর মাধ্যমে। তারপর একে বহু ছবিতে বলিষ্ঠ চরিত্রে অভিনয় করেছেন বিজয়। দুই দশক ধরে বলিউডের প্রথম সারির অভিনেতাদের পাশে নজর কেড়েছেন। সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Banshali) ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’তেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। শোনা গিয়েছে, গন্ডিয়ায় বিদ্যা বালান (Vidya Balan) অভিনীত ‘শেরনি’ সিনেমার শুটিং করছিলেন বিজয়। তারই সেটে নিগ্রহের অভিযোগ আনেন ওই মহিলা ক্রু মেম্বার। সেটে বিদ্যা বালন রয়েছেন কিনা, তা অবশ্য জানা যায়নি। তবে মহিলার অভিযোগের ভিত্তিতেই অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

চলতি বছর এমনিতেই বলিউডের ভাল যাচ্ছে না। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর থেকেই নেপোটিজম, ফেভারিটিজম, মাদক যোগের মতো অভিযোগে বিদ্ধ বি-টাউন। এর মধ্যেই আবার পরিচালক অনুরাগ কশ্যপের (Anurag Kashyap) বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে মামলা দায়ের করেন অভিনেত্রী পায়েল ঘোষ (Payal Ghosh)। সেই মামলা এখনও চলছে। ইতিমধ্যেই মুম্বই পুলিশের কাছে দিয়ে বয়ান দিয়েছেন অনুরাগ। এমন পরিস্থিতিতে বিজয় রাজের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ এবং অভিনেতার গ্রেপ্তারির ঘটনায় আরও বিপাকে মায়ানগরীর টিনসেল টাউন। এমনটাই মনে করছেন অনেকে।

[আরও পড়ুন: ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ, কঙ্গনা ও তাঁর দিদি রঙ্গোলিকে সমন মুম্বই পুলিশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement