shono
Advertisement

কাজ পেতে অভিনেতারাও শরীর বিকিয়ে দেন, বিস্ফোরক উক্তি একতার

তাহলে কেন ক্ষমতাবানকেও কাঠগড়ায় দাঁড়াতে হয়? প্রশ্ন টেলিভিশন ক্যুইনের। The post কাজ পেতে অভিনেতারাও শরীর বিকিয়ে দেন, বিস্ফোরক উক্তি একতার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:20 PM Feb 16, 2018Updated: 08:35 PM Feb 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌনশোষণের দায় কোনওদিনই ঝেড়ে ফেলতে পারেনি গ্ল্যামার দুনিয়া। সাম্প্রতিক হার্ভে ওয়েনস্টাইন কেলেঙ্কারি তা আরও নগ্ন করে প্রকাশ্যে এনে দিয়েছে। হলিউডের #MeToo বিপ্লবের আঁচ এসে পড়েছে বলিউডেও। তবে কেবল মাত্র প্রযোজক কিংবা পরিচালকরাই কি দোষী? এমন প্রশ্নের মুখেই আলোচনাসভায় পড়তে হয়েছিল একতা কাপুরকে। স্বভাবসিদ্ধ ভঙ্গীতেই টেলভিশন ক্যুইন জানিয়ে দেন, সমস্ত দোষ প্রযোজক-পরিচালকের হয় না। অভিনেতা-অভিনেত্রীরাও কাজ পেতে শারীরিক সম্পর্কে জড়ায়।

Advertisement

[যৌন হেনস্তায় অভিযুক্ত পরিচালকের ছবি প্রদর্শন, উত্তাল বালিন চলচ্চিত্র উৎসব]

এক সংবাদমাধ্যমের পক্ষ থেকেই এই আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। যেখানে একতার পাশে হাজির ছিলেন অভিনেত্রী নিমরত কউর। তাঁর সামনেই একতাকে প্রশ্নটি করেন বরখা দত্ত। যাঁর উত্তরে একতা জানান, কেবলমাত্র কেউ ইন্ডাস্ট্রিতে ভাল জায়গায় রয়েছে বলেই কাউকে দোষারোপ করা উচিত নয়। অভিনেতা-অভিনেত্রীরাও কাজ পেতে নিজেদের শরীরকে ব্যবহার করেন। ধরা যাক, একজন উঠতি অভিনেতা কিংবা অভিনেত্রী কোনও প্রযোজক কিংবা পরিচালকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। এক সপ্তাহ পর সেই অভিনেতা অথবা অভিনেত্রী যদি এই সম্পর্কের বিনিময়ে কাজ চান, আর উলটোদিকের মানুষটা যদি কেবল শারীরিক সম্পর্কের বিনিময়ে তা দিতে না রাজি হন তখনই বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ ওঠে। এ বিষয়টি অনেকটা মুদ্রার এপিঠ-ওপিঠের মতো বলেই মনে করেন একতা।

[মৌলবিদের পর এবার প্রিয়ার গান নিষিদ্ধ করার দাবি তুললেন বিজেপি নেতা]

প্রসঙ্গত, কিছুদিন আগেই ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ ওঠে একতার বাবা তথা বর্ষীয়ান বলিউড অভিনেতা জিতেন্দ্র বিরুদ্ধে। অভিযোগটি আনেন অভিনেতারই এক ভাইজি। তাঁর দাবি ছিল, ২৮ বছর বয়সে জিতেন্দ্র তাঁকে ধর্ষণ করেন। কিন্তু তখন পারিবারিক লজ্জার কথা ভেবে তিনি প্রতিবাদ জানাতে পারেননি। তাই ৬৫ বছর বয়সে নিজের নিগ্রহের বিরুদ্ধে সরব হলেন। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে জিতেন্দ্রর তরফে। একতার কথার সুরেও যেন প্রচ্ছন্নভাবে সেই বার্তাই শোনা গেল।

[‘পরি’র ট্রেলার দেখে আঁতকে উঠলেন বিরাটও, আপনি দেখেছেন?]

The post কাজ পেতে অভিনেতারাও শরীর বিকিয়ে দেন, বিস্ফোরক উক্তি একতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement