সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: না জানি কী দহন জ্বালা ছিল তাঁর মনের ভিতর। ঠিক যেন 'মথুরা নগরপতি'। বিরহের বেদনাসিক্ত 'আরেকটি প্রেমের গল্প'। ২০১৩ সালের ৩০ মে প্রয়াত হন ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh)। আজও তাঁর অভাব বোধ করেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। প্রিয় 'ঋতুদা'কে লিখলেন খোলা চিঠি।
ছবি: ইনস্টাগ্রাম
ঋতুপর্ণর সঙ্গে দুটি ছবির কোলাজ সোশাল মিডিয়ায় শেয়ার করেন অপরাজিতা। ছবির উপরের অংশে লেখা, "শেষ নেই তোমার যেনো, এ জীবন আবহমান...", নিচের অংশে "ভালো থেকে ঋতুদা, আমি ঠিক আছি।" ছবির ক্যাপশনে প্রয়াত পরিচালকের উদ্দেশে অভিনেত্রী লেখেন, "কতদিন হয়ে গেল তাই না ঋতুদা? আমায় তোমার মনে আছে এখনও…? আমার কিন্তু তোমায় রোজ মনে পড়ে। অ্যাকশন কাটের জগত পেরিয়ে তুমি আমায় অন্তরে অন্তরে ভাবিয়ে তোলো।"
[আরও পড়ুন: NRI পাত্রকে বিয়ে করছেন পায়েল? নায়িকা নিজেই ফাঁস করলেন বড় তথ্য!]
এর পরই আবার অপরাজিতা লেখেন, "অভিভাবক, বন্ধু, পরিচালক সব কিছু পেরিয়ে, সেই মানুষটাকে খুঁজি সিনেমা পাড়ার কোনায় কোনায়। সেই যে আমায় সাহস দিয়েছিল এগিয়ে যাওয়ার, সেই মানুষ যার সঙ্গে দেখা হলেই মন খুশি, অপরিসীম পরিপূর্ণতা… কোথায়? কোথায়, কোথায় সেই মানুষ? সেই তুমি…এখন তোমার অপা অনেক বড় হয়ে গেছে ঋতুদা, সেই ছোটটি নেই জানো তো।। আমি ঠিক আছি, যেখানেই থাকো ভালো থেকো।"
সিনেপ্রেমীদের কাছে দুঃস্বপ্নের মতো ছিল ঋতুপর্ণ ঘোষের প্রয়াণের খবর। তবে কথায় বলে, শিল্পীর মৃত্যু হলেও শিল্পের মৃত্যু হয় না। ঋতুপর্ণ ঘোষের সৃষ্টি আজীবন সিনেমা অনুরাগীদের সম্পদ হয়ে থেকে যাবে।শুধু সিনেমা নয়, অননুকরণীয় গদ্য এবং জার্নালধর্মী সাহিত্য তথা সংবাদ প্রতিদিনের 'রোববার' পত্রিকার সম্পাদক হিসেবে যে সম্ভার তিনি রেখে গিয়েছেন, তা আজও বাঙালির সম্পদ। শিল্পী বোধহয় এভাবেই বেঁচে থাকেন তাঁর সৃষ্টিতে আর প্রিয় মানুষের স্মৃতিতে।