shono
Advertisement
Debchandrima

মাঝআকাশে প্লেন থেকে ঝাঁপ দেবচন্দ্রিমার! পাখির মত ওড়ার সাধ?

নায়িকা নিজেই শেয়ার করেছেন ভিডিও।
Published By: Suparna MajumderPosted: 05:02 PM Dec 23, 2024Updated: 05:03 PM Dec 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'এমন যদি হতো, আমি পাখির মতো...উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ'--- পাখির মতো আকাশে ওড়ার সাধ কার না থাকে? তা বলে মাঝআকাশে প্লেন থেকে ঝাঁপ দিয়ে দেবেন? এমন কাণ্ডই ঘটিয়েছেন দেবচন্দ্রিমা। কোথায়? দুবাই ভ্রমণে।

Advertisement

হ্যাঁ, দুবাই বেড়াতে গিয়েই স্কাই ডাইভিং করেছেন দেবচন্দ্রিমা। সেই ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। অভিজ্ঞ ভলান্টিয়ার নিয়ে, সমস্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করেই দুবাইয়ের আকাশে প্লেন থেকে ঝাঁপ দিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী। বিমানে ওঠার আগে বেশ ভয়ে ছিলেন দেবচন্দ্রিমা। ঝাঁপ দেওয়ার মুহূর্তেও ছিল ভয়ংকর। তারপরই আকাশে ওড়ার তীব্র উচ্ছ্বাস। মাঝআকাশে হাত দিয়ে হার্টশেপ করে সেলিব্রেট করেন ডাইভ।

‘সাঁঝের বাতি’, ‘সাহেবের চিঠি’র মতো ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে জনপ্রিয় হয়ে ওঠেন দেবচন্দ্রিমা। অভিনেত্রীকে ‘হোমস্টে মার্ডার’, 'পরিণীতা' ওয়েব সিরিজেও তাঁকে দেখা গিয়েছিল। এর পরই বড়পর্দায় শুরু হয় 'বুমেরাং' সফর। জিতের সিনেমায় অভিনয়ের পরপরই দেবচন্দ্রিমা মন দেন মুম্বইয়ে। হিন্দি সিরিয়াল 'সুহাগন চুড়েল'-এ দেখা যায় দেবচন্দ্রিমাকে।

বাংলাদেশি তারকা শাকিব খানের সঙ্গে 'দরদ' সিনেমায় অভিনয় করেছেন দেবচন্দ্রিমা। মাঝে শোনা গিয়েছিল, সলমন খান সঞ্চালিত রিয়্যালিটি শো 'বিগ বস'-এ দেখা যেতে পারে ছোটপর্দার তারকাকে। তবে অভিনেত্রী জানান, প্রস্তাব তাঁর কাছে এসেছিল। কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছেন। কারণ মুম্বইতে জমিয়ে কাজ করতে হলে তাঁর এখনও প্রস্তুতির প্রয়োজন রয়েছে। আপাতত অভিনয়েই মন দিতে চান দেবচন্দ্রিমা সিংহ রায়। তবে ভবিষ্যতে ‘বিগ বস’-এর প্রস্তাব এলে তিনি ভেবে দেখবেন বলেও জানান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুবাই বেড়াতে গিয়েই স্কাই ডাইভিং করেছেন দেবচন্দ্রিমা।
  • সেই ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়।
Advertisement