খোলা জ্যাকেট থেকে উঁকি দিচ্ছে এনার মাখন শরীর! সাহসী ছবিগুলো দেখেছেন?
দেখুন অভিনেত্রীর বোল্ড ছবি।
Tap to expand
শুরুটা টেলিভিশন দিয়ে করেছিলেন এনা সাহা। তার পর বাংলা সিনেমায় অভিনয় শুরু।
Tap to expand
তেলুগু, মালয়ালম ছবিতেও অভিনয় করেছেন। হয়েছেন প্রযোজক। টলিপাড়া এই রূপবতী কন্যাকে নিয়ে চর্চার অন্ত নেই।
Tap to expand
স্বল্পবসনা এনা সাহা রোদমাখা ছবিতে ছড়িয়ে দিয়েছেন উষ্ণতা। যা দেখে ঘুম উড়েছে নেটপাড়ার।
Tap to expand
‘রাত ভোর বৃষ্টি’, ‘বউ কথা কও’, ‘বন্ধন’-এর মতো একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন এনা। নানা বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে।
Tap to expand
সিনেমায় এনার সফর শুরু হয় সোমনাথ গুপ্ত পরিচালিত ‘আমি আদু’ সিনেমার মাধ্যমে। তারপর ‘বোঝে না সে বোঝে না’, ‘চিরদিনই তুমি যে আমার ২’, ‘ব্যোমকেশ ফিরে এল’, ‘রাজকাহিনী’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন।
Tap to expand
দাক্ষিণাত্যের ইন্ডাস্ট্রিতেও পরিচিতি পেয়েছেন এনা। একাধিক মালয়ালম সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। ২০২৩ সালে অভিনয় করেছেন তেলুগু ছবি 'নীরক্ষণা'য়। (ছবি- ইনস্টাগ্রাম)
Published By: Sandipta BhanjaPosted: 04:59 PM Aug 02, 2024Updated: 04:59 PM Aug 02, 2024
দেখুন অভিনেত্রীর বোল্ড ছবি।