shono
Advertisement

কঙ্গনার পক্ষেই সম্ভব, ‘গজনি’ছবির আমির খানের সঙ্গে জো বিডেনের তুলনা অভিনেত্রীর!

কী বলতে চাইলেন অভিনেত্রী?
Posted: 02:06 PM Nov 08, 2020Updated: 02:06 PM Nov 08, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াইট হাউস হাতছাড়া ডোনাল্ড ট্রাম্পের। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বিডেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গোটা বিশ্ব পরবর্তী মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানাচ্ছে। কিন্তু এসবের মাঝেই বিডেনকে নিয়ে কঙ্গনার একটি টুইট রীতিমতো অবাক করেছে নেটিজেনদের। ৭৮ বছর বয়সি পরবর্তী প্রেসিডেন্টকে ‘গজনি’ ছবির আমির খানের সঙ্গে তুলনা করেছেন অভিনেত্রী! বিশ্বাস না হলে আবার পড়ুন।

Advertisement

২০০৮ সালে মুক্তি পেয়েছিল আমির খান অভিনীত ‘গজনি’। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল সেই সিনেমা। সেখানে একজন বিজনেস টাইকুনের ভূমিকায় দেখা গিয়েছিল আমির খানকে। যার একটি দুর্ঘটনার পর স্মৃতিশক্তি দুর্বল হয়ে গিয়েছিল। অল্প সময়ের মধ্যেই আগের কথা ভুলে যেত সে। সেই ‘গজনি’র সঙ্গেই জো বিডেনের তুলনা টানলেন বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন। বিষয়টা তাহলে একটু খোলসে করে বলা যাক।

[আরও পড়ুন: ৫ লক্ষ প্রবাসী ভারতীয় পাবে মার্কিন নাগরিকত্ব! প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই ইঙ্গিত বিডেনের]

জো বিডেন (Joe Biden) নির্বাচিত প্রেসিডেন্ট হতেই কমলা হ্যারিস হয়ে যান প্রথম নির্বাচিত মার্কিন ভাইস-প্রেসিডেন্ট। জয়ের পর জাতির উদ্দেশে ভাষণ দেন উচ্ছ্বসিত ভারতীয় বংশোদ্ভূত কমলা। সেখানেই তিনি বলেন, “আমি এই অফিসের প্রথম মহিলা হতে পারি। কিন্তু শেষ নই। কারণ যে সমস্ত খুদে মেয়েরা এই মুহূর্তের সাক্ষী থাকছে, তারা জানবে যে এই দেশে কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না। সবকিছুই সম্ভব।” হ্যারিসের (Kamal Harris) সেই বক্তব্যের ভিডিওটি শেয়ার করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। তাই সেই প্রসঙ্গেই বিডেনকে ‘গজনি’ বলে সম্বোধন করেছেন। লিখেছেন, “গজনি বিডেনের ডেটা প্রতি পাঁচ মিনিটেই ক্র্যাশ করে যায়। যা ওষধুই দেওয়া হোক, এক বছরের বেশি টিকবে না। তাই খুবই স্পষ্ট যে কমলা হ্যারিসই এই শো’টা চালাবেন। একজন মহিলা মাথাচাড়া দিলে, তিনি অন্যদেরও টেনে তুলতে সাহায্য করেন। এই ঐতিহাসিক দিনের জন্য অনেক অভিনন্দন।”

কঙ্গনার এমন তুলনায় বেশ বিস্মিত অনেক নেটিজেনই। অনেকে আবার বলছেন, এমনটা লেখা কঙ্গনার পক্ষেই সম্ভব। তবে এটা ঠিক যে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত হোক কিংবা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন- সর্বদা শিরোনামে সেই কঙ্গনাই।

[আরও পড়ুন: ফিল্ম রিভিউ: সব চরিত্রই কি কাল্পনিক? প্রশ্ন জাগাল শাশ্বত-সোনালি অভিনীত ‘কফিন’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement