সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলায় যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল। সেখানেই আটকে পড়েছিলেন নুসরত ভারুচা। শেষ, শনিবার ৭ তারিখ যোগাযোগ করা গিয়েছিল। তারপর থেকে যোগাযোগ ব্য়বস্থাও বিচ্ছিন্ন হয়ে যায়। ঝক্কি সামলে রবিবার দুপুরে অবশেষে দেশে ফিরলেন নুসরত ভারুচা (Nushrratt Bharuccha)।
রবিবার, ৮ অক্টোবর শেষমেশ মুম্বই বিমান বন্দরে অবতরণ করলেন নুসরত ভারুচা। অভিনেত্রীর টিমের তরফে ইতিমধ্যেই সেই খবর নিশ্চিত করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে (Israel) যোগাযোগ পরিষেবাও বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। রবিবার সকালে ফেরে মোবাইল নেটওয়ার্ক। তারপরই আর বিন্দুমাত্র দেরি করেননি নুসরত। এদিনই তড়িঘড়ি ইজরায়েল বিমানবন্দর (Nushrratt Bharuccha Israel) থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হন। টিমের তরফে জানানো হয়েছে, অভিনেত্রী সুরক্ষিত রয়েছেন। তবে দেশে ফিরেই কান্নায় ভেঙে পড়লেন নুসরত।
প্রসঙ্গত, সংবাদমাধ্যমকে অভিনেত্রীর টিমের এক সদস্য জানিয়েছেন, হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে নুসরত সেখানে গিয়েছিলেন। শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তাঁর সঙ্গে শেষবার কথা বলা সম্ভব হয়েছিল। তার পর থেকেই আর অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সেই সময় নুসরত জানিয়েছিলেন, তিনি কোনও বেসমেন্টে রয়েছেন। আর সুরক্ষিত রয়েছেন। কিন্তু, অভিনেত্রীর অনুরাগীরা উদ্বিগ্ন।
[আরও পড়ুন: সুশান্তের মানসিক অবস্থা নিয়ে মন্তব্য রিয়ার! পালটা দিলেন প্রয়াত অভিনেতার দিদি]
প্রসঙ্গত, ইজরায়েল (Israel) ও প্যালেস্টাইনের দ্বন্দ্ব নতুন কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আরবভূমির বুকে তৈরি ইহুদি দেশটিকে জন্মলগ্ন থেকেই ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে পড়শি মুসলিম দেশগুলোর। এপর্যন্ত একাধিক যুদ্ধও হয়েছে দুপক্ষের মধ্যে। ফের নতুন করে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার পরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যায়। শনিবার প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী ইজরায়েলকে লক্ষ্য করে ৫ হাজার রকেট ছোড়ে! মৃত বহু। আহত পাঁচশোর উপরে। এমন পরিস্থিতিতে নুসরত ভারুচাকে সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করা হচ্ছিল। রবিবার দুপুরে শেষমেশ দেশে পা রাখেন বলিউড অভিনেত্রী।