সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে ৩টে বছর। সুশান্তের প্রেমিকা রিয়ার জীবনে ওঠা ঝড়ও কমেছে। নিজেকে এখন সামলাতে ব্যস্ত রিয়া। অল্প অল্প করে নিজের জীবনকে গুছিয়ে নিচ্ছেন। সুশান্তকে কি একেবারেই ভুলে গিয়েছেন রিয়া? সম্প্রতি এক সংবাদ মাধ্যমের কাছে মনের ঝাঁপি খুললেন অভিনেত্রী। সুশান্তের প্রসঙ্গ উঠতেই রিয়া স্পষ্ট জানালেন, ”কাউকে ভুলে যাওয়া অত সহজ নয়। সুশান্তের মানুষকে তো আরও নয়। সুশান্তকে প্রতিটা মুহূর্তে মিস করি আমি। জীবন আমার সহজ নেই। নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি। তবে সুশান্তকে ছাড়া বেঁচে থাকা খুব কঠিন।”
মাঝে মধ্য়েই ইনস্টাগ্রামে সুশান্তের স্মৃতিতে ভেসে যেতে দেখা যায় রিয়াকে। কিন্তু এক সময় সুশান্তের মৃত্যুকে টেনে মাদকচক্রের সঙ্গে নাম জুড়েছিল রিয়ার। এমনকী, জেলেও যেতে হয়েছিল তাঁকে।
[আরও পড়ুন: ‘দুটো ফ্লপ হতেই রণে ভঙ্গ দেবেন না, ফিরে আসুন’, আমিরের নতুন লুক দেখে আর্জি ভক্তদের]
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য রিয়াকে শুনতে হয়েছিল নানা কথা। এমনকী, মাদকচক্রে জড়িত থাকার অভিযোগে হাজতবাসও করতে হয়েছিল রিয়া চক্রবর্তী। তারপর কেরিয়ারে ফের নিজের জায়গা পেতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে রিয়াকে। ঠিক এই সময়ই খবরে আসে সলমন খান ঘনিষ্ঠ বান্টি সচদেবের সঙ্গে নাকি প্রেম করছেন রিয়া। তবে এবার নতুন খবর হল, মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের প্রাক্তন প্রেমিক শিল্পপতি নিখিল কামাতের সঙ্গে নাকি প্রেম করছেন রিয়া। শুধু তাই নয়, শোনা যাচ্ছে রিয়া ও নিখিল নাকি লিভ ইন সম্পর্কেও থাকতে চলেছেন। তবে এ বিষয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি রিয়াকে।