সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজের চোখ রাঙানি, কুকথার তোয়াক্কা করেননি কখনও। কখনও ব্যক্তিগতজীবন আবার কখনও বা রাজনৈতিক ময়দানে বিতর্কে জড়িয়েছেন। তবুও ডোন্ট কেয়ার নুসরত জাহান (Nusrat Jahan)! নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে নিজের শর্তে বাঁচেন অভিনেত্রী। জন্মদিনেও সেরকমই এক বিশেষ উপলব্ধির কথা জানালেন নুসরত।
জন্মদিন উদযাপনের জন্য যশের সঙ্গে দুবাইতে রয়েছেন বর্তমানে অভিনেত্রী। সেখান তেকেই একগুচ্ছ রঙিন ছবি শেয়ার করে নুসরত বুঝিয়ে দিলেন, শত বিতর্কেও তিনি অটল। নিন্দুকদের কটু কথা তাঁকে ছুঁতে পারেনি। যশ আগেভাগেই 'সোহাগী' পোস্টে সঙ্গীকে প্রেম উজার করে দিয়েছেন। এবার ৩৫ বসন্ত পেরিয়ে জীবনের বিশেষ উপলব্ধি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। জীবনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বার্থডে পোস্টে নুসরত জাহান লিখেছেন, "আজ সকালে ঘুম থেকে উঠলাম। এক রাশ কৃতজ্ঞতায় মন ভরে উঠল। ভাবলাম, বেঁচে আছি এটাই তো বড় প্রাপ্তি। শ্বাস নিচ্ছি, জীবনে ভালোবাসতে পারছি বা ভালোবাসা পাচ্ছি এগুলোই তো আসল পাওনা। যে বা যাঁরা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার জন্মদিনকে আপনারাই স্পেশাল করে তুলেছেন।"
বুধবার সুবিশাল জলরাশির সামনেই নুসরতকে আদরের উষ্ণতায় ভরিয়ে দেন যশ। সেই ছবি পোস্ট করেই সঙ্গীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। টলিউডের সবচেয়ে চর্চিত রিয়েল লাইফ জুটি নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে নুসরতের বিচ্ছেদের সময় থেকেই দুজনের প্রেমের গুঞ্জন শোনা যায়। পরে নিখিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন নুসরত। এরপরই নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা যায়। যশ-নুসরতের প্রেমের জল্পনা তখনই আরও জোরদার হয়। বর্তমানে ঈশান এবং কাজ নিয়ে ব্যস্ত দুই তারকা।