shono
Advertisement

মূক ও বধির পড়ুয়াদের সঙ্গে আগাম বড়দিনে মাতলেন ঋতাভরী, পোস্ট করলেন ছবি-ভিডিও

একসঙ্গে সাজালেন ক্রিসমাস ট্রি, কাটলেন কেক, দিলেন উপহার।
Posted: 05:41 PM Dec 24, 2020Updated: 05:41 PM Dec 24, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনের (Christmas 2020) আগেই বড়দিন পালন করলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’-এর মুক ও বধির পড়ুয়াদের সান্তা ক্লজ হয়ে উঠলেন অভিনেত্রী। একসঙ্গে সাজালেন ক্রিসমাস ট্রি, কাটলেন কেক, দিলেন উপহার।

Advertisement

১৬ বছর বয়স থেকেই ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফে’র ছাত্রছাত্রীদের সঙ্গে যুক্ত ঋতাভরী। তখন থেকেই পড়ুয়াদের সুখ-দুঃখের নানা মুহূর্তের সঙ্গী। গত বছর স্কুলের বাচ্চাদের জন্য একটি আস্ত লাইব্রেরি তৈরি করেছিলেন। যাতে তাঁরা পড়াশোনার সমস্তরকম সুযোগ হাতের কাছে পেয়ে যায়। শিক্ষা পাওয়ার বা জ্ঞান আহরণ করার অধিকার সকলের রয়েছে। সেই পথে বিশেষভাবে সক্ষম এই শিশুদের সমস্তরকম সাহায্য করেন অভিনেত্রী। অতিমারী পরিস্থিতিতেও প্রত্যেকের মুখে হাসি ফেরালেন। তাদের হাসিতেই নিজের হাসিও উজ্জ্বলতর করে তুললেন। কিছুদিন আগে নিজের ‘রূপ সাগরে’ মিউজিক ভিডিও প্রকাশ করেছিলেন ঋতাভরী। সেখানেও অভিনেত্রী নিজের স্কুল হরিয়ানা বিদ্যা মন্দিরের স্মৃতি ফিরিয়েছিলেন গানের মাধ্যমে।

[আরও পড়ুন: কলেজের মিষ্টি প্রেমের নতুন গল্প শোনাবে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ছবি ‘প্রেম-টেম’, প্রকাশ্যে ট্রেলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement