সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের ইন্দোরে বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠল বিখ্যাত চামুণ্ডা দেবীর মন্দিরের পুরোহিতকে মারধর করার। তিনি ও তাঁর সঙ্গীসাথীদের মন্দির বন্ধের সময় ভিতরে ঢুকতে না দেওয়া নিয়েই গোলমালের সূত্রপাত বলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি।

ঠিক কী অভিযোগ? জানা যাচ্ছে, বিজেপি বিধায়ক গোলু শুক্লার পুত্র রুদ্রাক্ষ শুক্লা রাত পৌনে একটা নাগাদ রীতিমতো কনভয় নিয়ে হাজির হন মন্দির চত্বরে। সব মিলিয়ে দশ-বারোটি গাড়ি ছিল। কিন্তু ততক্ষণে মন্দিরে তালা পড়ে গিয়েছে। একটি ভিডিও নেট ভুবনে ছড়িয়েছে, যেখানে রুদ্রাক্ষ ও তাঁর সঙ্গীদের মন্দিরের সামনে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
অভিযোগ, এরপর রুদ্রাক্ষর এক সঙ্গী জিতেন্দ্র রঘুবংশী দাবি করেন, মন্দিরের দরজা খুলতে হবে। আর তা না মানায় পুরোহিত উপদেশ নাথকে মারধর করেন তিনি। ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। জিতেন্দ্রর বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। কিন্তু রুদ্রাক্ষের কোনও নাম সেখানে নেই। যা নিয়ে বিতর্ক ঘনিয়েছে। এদিকে উপদেশের দাবি, থানায় অভিযোগ দায়েরের পরই তিনি ফোনে হুমকি পেয়েছেন। এফআইআর তুলে নেওয়ার জন্য তাঁকে শাসানো হয়েছে। কিন্তু উপদেশ সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, তিনি অভিযোগ তুলতে রাজি নন।
এক সিনিয়র পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমের সঙ্গে এই বিষয়ে কথা বলার সময় জানিয়েছেন, ''আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে। অবশ্যই তারপর কড়া পদক্ষেপ করা হবে।'' সেই সঙ্গে তিনি জানিয়েছেন, অভিযুক্ত জিতেন্দ্রর বিরুদ্ধে আগেও অপরাধে জড়ানোর অভিযোগ রয়েছে।