shono
Advertisement

‘প্রচারে গিয়ে কতজনকে মৃত্যুর মুখে ফেললে?’, নেটদুনিয়ার রোষানলে করোনা আক্রান্ত শুভশ্রী

একের পর এক মন্তব্যে বিদ্ধ অভিনেত্রী।
Posted: 08:50 AM Apr 22, 2021Updated: 11:41 AM Apr 22, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছেন। নিজেই একথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। স্বামী রাজ চক্রবর্তী তৃণমূল প্রার্থী (TMC Candidate Raj Chakraborty) হয়েছেন এবার। প্রায় দেড় মাস ধরে বারাকপুরে থেকেই প্রচার করছেন।কিন্তু ছোট্ট ছেলে যুবান? যুবান ভাল আছে বলেই জানিয়েছেন শুভশ্রী। শরীর খারাপ হওয়ার পর থেকেই ছেলের থেকে নিজেকে আলাদা করে নিয়েছেন তিনি। আলাদা থাকছেন বলে জানিয়েছেন শুভশ্রী।ছেলেকে কতটা মিস করছেন, তাও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এমন পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের কটাক্ষের শিকার হতে হল কোভিড (COVID-19) আক্রান্ত অভিনেত্রীকে।

Advertisement

[আরও পড়ুন: ‘ন্যাকামিটা একটু বেশি হয়ে যাচ্ছে’, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার ‘খড়কুটো’র গুনগুন]

ভারচুয়াল মাধ্যমে শুভশ্রীর আরোগ্য কামনা করেছেন অনেকেই। এর পাশাপাশি কটাক্ষ করতেও ছাড়েননি। কেউ লিখেছেন, “ক্ষমতার এতো লোভ! এই অতীব মহামারীতে নিজে মিছিলে গেলে আরও হাজারও মানুষকে টেনে নিয়ে বিপদের মুখে ফেললে। করোনার বিশাল সমুদ্রে আরও কতজনকে টেনে নিয়ে মৃত্যুর মুখে ফেললে তার জবাবদিহি নিজের বিবেকের কাছে করো।” কেউ আবার লিখেছেন, “এখন মনে পড়ছে মাস্ক পরা গাইডলাইন ফলো করার কথা! যেই নিজের হল অমনি দরদ দেখতে এলেন, নাহলে এতদিন তো ব়্যালি বার করে বেশ প্রচার করছিলে স্বামী-স্ত্রী মিলে, হাজার হাজার মানুষকে বিপদের মুখে ঠেলে, আপনি নিশ্চই সুস্থ হয়ে যাবেন, টাকার জোরটা তো আছে, কিন্তু যাঁদের মধ্যে ছড়িয়ে এলেন তাদের যেন ভগবান রক্ষা করে, রাজনীতির ধূর্ত শকুন! ছিঃ!” যুবানের কথা উল্লেখ করেও কটাক্ষ করা হয়েছে। বাড়িতে ছোট বাচ্চা রেখে মিটিং মিছিল করার আগে একশোবার ভাবা উচিত বলে মন্তব্য করা হয়।

১৮ এপ্রিল থেকেই শুভশ্রীর শরীর খারাপ ছিল বলে এর আগে জানিয়েছিলেন রাজ। বারাকপুর (Barrackpur) কেন্দ্রে ভোট হলেই হয়তো ফিরে যাবেন তৃণমূলের তারকা প্রার্থী। তবে বৃহস্পতিবার বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন তিনি। নিজের জেতা নিয়েও আত্মবিশ্বাসী পরিচালক। তাঁর কথায়, “আমরা কিছু কিছু সিনেমার ট্রেলার এবং প্রোমো দেখে আগে থেকেই বুঝতে পারি, সিনেমা কোন দিকে যেতে পারে। ভোটের ক্ষেত্রে যেভাবে মানুষের সমর্থন পেয়েছি, তাতে মনে হচ্ছে আজ সিনেমাটা হিট করে যাবে। আমাদের ৩০-৩৫ হাজার ভোটের লিড থাকবে।”

[আরও পড়ুন: ছোট্ট যুবানের কাছে যেতে পারছেন না, মন খারাপ করোনা আক্রান্ত শুভশ্রীর ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement