সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের শহর প্য়ারিসে স্বপ্নের মতো হানিমুন! আর সেই স্বপ্নে মিশে গেল ঠোঁটের উষ্ণতা। আইফেল টাওয়ারকে সাক্ষী রেখেই স্বামী তৃণমূল নেতা সৌম্যর ঠোঁটে ঠোঁট রাখলেন অভিনেত্রী সুদীপ্তা বক্সী বন্দ্য়োপাধ্য়ায়। সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে সুদীপ্তা লিখলেন, ”আমি জানি, আমার প্রত্য়েকটি পদক্ষেপ অল্প অল্প করে তোমার দিকে নিয়ে গিয়েছে আমাকে।”
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরেই সৌম্যর সঙ্গে বিয়ের কথা প্রকাশ্যে এনেছিলেন সুদীপ্তা। পয়লা মে তরুণ তৃণমূল নেতার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। বাস্তবে জমজমাট ছিল সুদীপ্তা ও সৌম্যর বিয়ের আসর। লাল টুকটুকে বেনারসিতে সুদীপ্তার রূপের ছটা নজর কেড়েছিল সবার। অন্যদিকে, ধুতি-পাঞ্জাবি পরে ভিনটেজ গাড়ি চেপে বিয়ে করতে এসেছিলেন সৌম্য।
[আরও পড়ুন: ‘রক্তবীজ’ টিমকে শুভেচ্ছা অমিতাভের, ‘আশীর্বাদধন্য’ মিমি-শিবপ্রসাদ]
সুদীপ্তা-সৌম্যর রিসেপশনও ছিল নজরকাড়া। সেদিন শাড়ি নয় বরং লহেঙ্গা পরেছিলেন সুদীপ্তা। টলিউডের অতিথিরা যেমন এসেছিলেন, তেমনই এসেছিলেন রাজনৈতিক নেতারা। প্রত্যেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানান।
[আরও পড়ুন: ‘একদম ছবি তুলবে না’! অন্তঃসত্ত্বা গুঞ্জনের মাঝেই পাপারাৎজিদের উপর রেগে আগুন অনুষ্কা]