shono
Advertisement

Breaking News

Ambani Reception

কেউ ৩ লাখ, কেউ আড়াই লাখ! আম্বানিদের রিসেপশনে অদিতি, বিপাশা, তামান্নাদের পোশাক কত দামি?

নায়িকাদের পোশাকের দাম শুনলে হতবাক হবেন!
Published By: Sandipta BhanjaPosted: 06:58 PM Jul 15, 2024Updated: 06:58 PM Jul 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনন্ত-রাধিকার রাজকীয় রিসেপশনের রেড কার্পেটে নায়িকাদের 'ফ্যাশন প্যারেড'। 'এ বলে আমায় দেখ তো ও বলে আমায়...!' পাপারাজ্জিদের ফ্ল্যাশের ঝলকানিতে বলিউড নায়িকাদের সাজপোশাক বর্তমানে নেটপাড়ার চর্চায়। ৫ হাজার কোটি বাজেটের বিয়ে, অতঃপর সেই অনুষ্ঠান বাড়ির পোশাকও যে বহুমূল্য হবে, তেমনটা আগেভাগেই আন্দাজ করা গিয়েছিল।

Advertisement

মা নীতা আম্বানি যেখানে ৫০০ কোটির নেকলেস পরে ফ্যাশন দুনিয়ায় চর্চার শিরোনামে উঠে এসেছেন, সেখানে ১৬০ বছরের পুরনো সোনা-রুপো খচিত শতাব্দী প্রাচীন শাড়ি পরে আম্বানি জলসায় আগুন ঝরিয়েছিলেন আলিয়া ভাট। অন্যদিকে দেড় লাখি আনারকলিতে আম্বানিদের নিশিঠেক মাতিয়েছেন দীপিকা পাড়ুকোন। এই তো গেল বিয়ের অনুষ্ঠানের কথা। রবিবার রিসেপশনের রাতেও যে বলিউড নায়িকারা হাজির ছিলেন, তাঁদের পোশাকের দামও কম নয়।

সোনালি রঙের টিস্যু লেহেঙ্গায় আম্বানিদের লাল গালিচায় নজর কেড়েছেন হীরামাণ্ডির বিব্বোজান। পরিমিত মেকআপ। কানে ঝুমকোজোড়া। ছিমছাম সাজেই রুচি আর আভিজাত্যকে মিলিয়ে দিলেন অদিতি। আম্বানি নাইটের জন্য তাঁর এই বিশেষ টিস্যু লেহেঙ্গা তৈরি করেছেন ঋদ্ধি মেহেরা। যার দাম ২.৯২ লক্ষ টাকা। ভিন্টেজ লুক ক্রিয়েট করে অদিতি কিন্তু ফ্যাশন পুলিশদের বেজায় প্রশংসা কুড়িয়েছেন।

[আরও পড়ুন: ১৬০ বছরের পুরনো! সোনা-রুপো খচিত শতাব্দী প্রাচীন শাড়ি পরে আম্বানি জলসায় আলিয়া ভাট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোনালি রঙের টিস্যু লেহেঙ্গায় আম্বানিদের লাল গালিচায় নজর কেড়েছেন হীরামাণ্ডির বিব্বোজান।
  • বিপাশার শাড়ির দাম যদিও ১ লক্ষ টাকা।
  • তামান্না ভাটিয়ার এই পোশাকের দাম ৩.৮৫ লক্ষ টাকা। যার দাম দীপিকার পোশাকেরও দ্বিগুণ!
Advertisement