shono
Advertisement
World Saree Day

শাড়ির প্রেমে আলিয়া-স্বস্তিকা, জয়া 'টু' জিজি হাদিদ, বিশ্ব দিবসে ৯ গজের বিস্ময়বস্ত্রের সাজকাহন

৯ গজের বিস্ময়বস্ত্রের বিশ্বসফর।
Published By: Sandipta BhanjaPosted: 08:30 PM Dec 21, 2024Updated: 08:30 PM Dec 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথাতেই আছে, শাড়িতে নারী। ৯ গজের এই কাপড়ের উন্মাদনা গোটা বিশ্বে। আর ২১ ডিসেম্বর শাড়ির প্রতি প্রেম উদযাপনের দিন। কারণ আজ আন্তর্জাতিক শাড়ি দিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তে ঐতিহ্যবাহী ফ্যাশনের অন্যতম প্রতীক শাড়ি। আইকনিক এবং চিরন্তন এই ৯ গজের বিস্ময়বস্ত্রের প্রতি সম্মান জানাতেই পালিত হয় শাড়ি দিবস।

Advertisement

শাড়িকে বিস্ময়বস্ত্র বললেও অত্যুক্তি হয় না! কারণ এ যেন শুধু একটুকরো কাপড় নয়, জীবনের গল্প বলা এক ক্যানভাস। প্রেয়সীকে শাড়িতে সবচেয়ে বেশি আরাধ্য মনে হয় পুরুষকুলের। একথা অনেকেই বলে এসেছেন। প্রতিটি শিশুর কাছে মায়ের শাড়ির আঁচলের ঘ্রাণ পৃথিবীর সবথেকে প্রিয় সুবাস। পুরাণ অনুযায়ী, দেবীও শাড়ি পরেই অসুরনিধন করেছিলেন। যুগে যুগে শাড়ির প্রেমে মজেছেন সকলেই। টলিউড, বলিউড টু হলিউড, তারকাদের শাড়ির প্রেমের গাঁথা এই পরিসরে উল্লেখ না করলেই নয়। কালের বিবর্তনে ব্যপক পরিবর্তন এসেছে শাড়ির ড্রেপিংয়েও। তার সঙ্গে যুক্ত হয়েছে বৈচিত্র্যময় ব্লাউজ। কাঁচুলি, চোলি থেকে জ্যাকেট স্টাইল পেরিয়ে কোর্সেট, ব্রালেট, ট্যাংকটপ আর ক্রপটপ শাড়ির সঙ্গী হয়েছে। রেডি-টু-ওয়্যার আর ফিউশন ঘরানার শাড়িরও কদর কম নয় বর্তমানে।

বর্তমান প্রজন্মের তারকারা তো বটেই, পাশাপাশি আম ফ্যাশনিস্তারাও নিজস্ব স্টাইলে শাড়ি জড়িয়ে মোহময়ী রূপে ধরা দিচ্ছেন। বুট, স্নিকার্স থেকে হ্যাট, ট্রেঞ্চকোট, বাইকার্স জ্যাকেট দিয়ে যে যেভাবে ইচ্ছে শাড়ির ফ্যাশনে মেতেছেন। মনোক্রোম, শিয়ার আর সিক্যুইনড ফেব্রিকের শাড়ির সঙ্গে আকর্ষণীয় সব ব্লাউজে আবেদনময়ী অবতারে মুগ্ধ করছেন নায়িকারা। সেই তালিকায় যেমন ফ্যাশন সচেতন স্বস্তিকা মুখোপাধ্যায় রয়েছেন, তেমনই জয়া আহসান, আজমেরি হক বাঁধনরাও। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া থেকে ঐশ্বর্য রাই বচ্চন, সোনম কাপুররাও শাড়িকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। পাশ্চাত্যের গ্ল্যামারদুনিয়াতেও শাড়িপ্রেমীর সংখ্যা নেহাত কম নয়! বেয়ন্স হোক বা জিজি হাদিদ, নাওমি ক্যাম্পবেল বিভিন্ন সময়ে শাড়ির রকমারি ড্র্যাপিংয়ে মুগ্ধ করেছেন।

খ্যাতনামা আন্তর্জাতিক মডেল জিজি হাদিদ ভারতে এসে ডিজাইনার জুটি আবু জানি-সন্দ্বীপ খোসলার চিকনকারি শাড়ি পরে তাক লাগিয়ে দিয়েছিলেন। ২০২৩-এর মেট গালার আসরে সুপারমডেল নাওমি ক্যাম্পবেল গোলাপি স্যাটিনের শাড়ি গাউনে মুগ্ধ করেন। পপ ক্যুইন বেয়ন্স ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তের শিফন ড্রেপের শাড়িতে শোরগোল ফেলে দিয়েছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২১ ডিসেম্বর শাড়ির প্রতি প্রেম উদযাপনের দিন।
  • বর্তমান প্রজন্মের তারকারা তো বটেই, পাশাপাশি আম ফ্যাশনিস্তারাও নিজস্ব স্টাইলে শাড়ি জড়িয়ে মোহময়ী রূপে ধরা দিচ্ছেন।
  • শাড়িকে বিস্ময়বস্ত্র বললেও অত্যুক্তি হয় না!
Advertisement