shono
Advertisement

Breaking News

আচমকা পদত্যাগ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের

বিদেশ থেকে ইমেলে রাজ্যপালকে পাঠালেন ইস্তফাপত্র।
Posted: 07:54 PM Nov 10, 2023Updated: 08:10 PM Nov 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটালে ডেস্ক: আচমকাই ইস্তফা দিলেন রাজ্যের অ্য়াডভোকেট জেনারেল (AG) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় তিনি রাজ্যপালকে ইস্তফাপত্র পাঠিয়েছেন। জানা যাচ্ছে, তিনি বিদেশে রয়েছেন এই মুহূর্তে। সেখান থেকে ইমেলে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (C V Anand Bose) ইস্তফাপত্র পাঠিয়েছেন। 

Advertisement

উল্লেখ্য, মঙ্গলবার রাজ্যের পাবলিক প্রসিকিউটর (PP) বা সরকারি আইনজীবী শাশ্বতগোপাল মুখোপাধ্যায়কে বদল করা হয়েছে। তাঁর বদলে কলকাতা হাই কোর্টের (Calcutta HC) রাজ্য সরকারি আইনজীবী হিসেবে এবার থেকে সওয়াল করবেন দেবাশিস রায়। বিজ্ঞপ্তিতে এমনই জানিয়েছিল নবান্ন। যা দেখে ওয়াকিবহাল মহলের একাংশ ধারণা ছিল, হাই কোর্টে একের পর এক মামলায় ধাক্কা খাচ্ছে রাজ্য সরকার। সেই  কারণেই পাবলিক প্রসিকিউটর বদল করা হয়েছে।

[আরও পড়ুন: কার হাতে থাকবে গাজা? ইজরায়েলকে তাৎপর্যপূর্ণ বার্তা ‘বন্ধু’ আমেরিকার]

এর পর থেকে জল্পনা চলছিল, অ্যাডভোকেট জেনারেলও বদল করা হবে কি না। সেসবের মাঝে শুক্রবার সন্ধ্য়ায় নিজেই ইস্তফা দিলেন এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। রাজ্যপালের কাছে ইস্তফাপত্র পাঠানোর পাশাপাশি তিনি মুখ্যসচিব ও আইনমন্ত্রীর কাছেও পদত্যাগপত্র জমা দেবেন। সূত্রের খবর, আগামী ১৮ তারিখ তিনি ফিরবেন বিদেশ থেকে। তার পর বাকি পদ্ধতি হবে বলে প্রাথমিক অনুমান।

[আরও পড়ুন: ‘কৃষ্ণনগর থেকেই দাঁড়াব’, সোশাল মিডিয়ায় হুঙ্কার মহুয়ার, টিকিট পাবেন তো?]

এই পরিস্থিতিতে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল কে হচ্ছেন, স্বভাবতই সেই প্রশ্ন উঠেছে।  এই পদে রাজ্যের প্রাক্তন এজি কিশোর দত্তর নাম ঘোরাফেরা করছে। তাঁকেই আবার ফেরানো  হতে পারে বলে জল্পনা তুঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement