shono
Advertisement

সুনীলের গোলে এশিয়া কাপ কোয়ালিফায়ার রাউন্ডে মায়ানমার জয় ভারতের

ম্যাচের অন্তিম মুহূর্তে জয়সূচক গোলটি করেন ভারত অধিনায়ক। The post সুনীলের গোলে এশিয়া কাপ কোয়ালিফায়ার রাউন্ডে মায়ানমার জয় ভারতের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:58 PM Mar 28, 2017Updated: 04:45 PM Jun 29, 2019

মায়ানমার- ০    

Advertisement

ভারত- ১ (সুনীল ছেত্রী)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান কাপ কোয়ালিফিকশনের প্রথম ম্যাচেই মায়ানমারের বিরুদ্ধে জয় পেল ভারত। ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর একমাত্র গোলে অ্যাওয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ জয় পেল মেন ইন ব্লু’জরা।

[দিনের ২০ ঘণ্টা উজ্জ্বল নীল আলোতে রাখতে হয় এই শিশুকে]

মঙ্গলবার ইয়াঙ্গন স্টেডিয়ামে প্রথম থেকেই দু’দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে থাকে। কেউই কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে চায়নি। তবে ম্যাচে প্রথম গোল করার সুযোগ পেয়েছিল মায়ানমার। ১২ মিনিটে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় কো কো-র শট। এরপর ১৬ মিনিটে জেজে-র দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ২৪ মিনিটে ফের একটি সুযোগ পায় মায়ানমার। উল্টোদিকে ভারতীয় খেলোয়াড়রাও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু প্রথমার্ধে কেউই কোনও গোল করতে পারেননি। ফলে খেলার ফল ছিল ০-০।

[প্রথম দর্শনে মন ছুঁয়ে যাবে ‘হাফ গার্লফ্রেন্ড’-এর এই ঝলক]

দ্বিতীয়ার্ধেও হাড্ডাহাড্ডি লড়াই হতে থাকে দু’দেশের খেলোয়াড়দের মধ্যে। বেশ কয়েকটি সুযোগ পায় ভারতীয় খেলোয়াড়রা। কিন্তু গোলের মুখ খুলতে বারবার ব্যর্থ হতে থাকেন তাঁরা। উল্টোদিকে মায়ানমারের খেলোয়াড়রাও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু স্টিফেন কনস্টানটাইনের ছেলেরা গোল খায়নি। শেষ পর্যন্ত দলের ত্রাতা হয়ে দাঁড়ান ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। বক্সের ভিতর উদান্ত সিংয়ের পাশ থেকে জালে বল জড়ান সুনীল। বলতে গেলে গোটা ম্যাচে একাধিক মিস পাস এবং গোলের সুযোগ নষ্টই দেখে গেলেন মাঠে উপস্থিত দর্শকরা।

[প্রত্যেক মধ্যবিত্ত বাঙালিই এই স্বপ্নগুলি দেখতে ভালবাসেন!]

এই ম্যাচ জেতায় এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বেশ ভাল জায়গায় থাকল ভারত। মায়ানমারের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় আগামিদিনে আত্মবিশ্বাস জোগাবে সুনীল-রবিনদের, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

The post সুনীলের গোলে এশিয়া কাপ কোয়ালিফায়ার রাউন্ডে মায়ানমার জয় ভারতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement