সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে হঠাৎ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়া। শুক্রবার মেলবোর্নে খেলা চলাকালীন আচমকাই মাঠে ঢুকে পড়েন এক ব্যক্তি। তাঁর টিশার্টে ছিল স্বাধীন ইউক্রেনের বার্তা। মাঠে ঢুকে এসে সটান বিরাট কোহলি জড়িয়েও ধরেন তিনি। গোটা ঘটনায় প্রশ্ন উঠেছে এমসিজির নিরাপত্তা নিয়ে।
বক্সিং ডে টেস্টে পুরো ভর্তি রয়েছে এমসিজি। শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই সেখানে বিপত্তি। হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক ব্যক্তি। তাঁর নীল টিশার্টের উপর ইউক্রেনের পতাকা আঁকা, তার উপরে লেখা 'ফ্রি'। মাঠে ঢুকে সটান বিরাট কোহলির দিকে ছুটে যান ওই ব্যক্তি। জড়িয়ে ধরেন তারকা ক্রিকেটারকে। তাতে যথেষ্ট ক্ষুব্ধ হন বিরাট। শেষ পর্যন্ত কোনওক্রমে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে।
প্রশ্ন উঠছে, মেলবোর্নের মাঠে নিরাপত্তা থাকা সত্ত্বেও ওই ব্যক্তি কী করে মাঠে ঢুকে পড়ল? সূত্রের খবর, অন্য একজনের টিকিট নিয়ে স্টেডিয়ামে গিয়েছিল ওই ব্যক্তি। সেটা নাকি নিরাপত্তারক্ষীরা আগে থেকেই জানতেন। তা সত্ত্বেও কেন আটকানো হল না ওই ব্যক্তিকে? উল্লেখ্য, এই প্রথমবার নয়। এর আগে ফুটবল ম্যাচ চলাকালীনও এই একইভাবে মাঠে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করার অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। আপাতত জেলে পাঠানো হয়েছে তাকে।
উল্লেখ্য, প্রায় তিন বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তবে তারও আগে ২০১৪ সালে তৎকালীন ইউক্রেনের অংশ ক্রাইমিয়া দখল করে নেয় রাশিয়া। সেখানকার জনতার একাংশ বারবার রুশ পরাধীনতার অবসান চেয়ে সুর চড়িয়েছেন। শুক্রবারের মেলবোর্নেও সেই বার্তা দিয়ে মাঠে ঢুকেছিলেন ওই ব্যক্তি। তার জেরে বেশ খানিকক্ষণ খেলা বন্ধ রাখতে হয়।