সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৮৫ সালের ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের বিখ্যাত সেই মায়াবি চোখের ‘আফগান গার্ল’ শরবত গুল্লার পরবর্তী গন্তব্য হতে চলেছে ভারত। পাকিস্তান থেকে নির্বাসিত হওয়ার পর সেই মায়াবী চোখের অধিকারিনীর ঠাঁই হতে পারে ভারতে। আফগান সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, চিকিৎসার জন্য শরবত গুল্লাকে ভারতে পাঠানোর অনুরোধ করা হয়ে হয়েছে। জানা গিয়েছে, মারণ রোগ হেপাটাইটিস-সি তে আক্রান্ত শরবত।
যদিও ভারত সরকারের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য এখনও কোনওরকম আশ্বাস দেওয়া হয়নি। তার চিকিৎসা সংক্রান্ত অনুরোধের কাগজপত্রও এখনও প্রশাসনের কাছে আসেনি বলে সূত্রের খবর। গত ২৬ অক্টোবর জাল পরিচয়পত্র রাখার দায়ে শরবতকে পাকিস্তানের পেশোয়ার থেকে গ্রেফতার করে সে দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নকল পাকিস্তানি পরিচয়পত্র রাখার দায়ে পাকিস্তান কর্তৃপক্ষ শরবত গুলাকে তার মাতৃভূমি, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ফেরত পাঠায়।
The post চিকিৎসার জন্য ভারতে আসছেন অসুস্থ ‘আফগান গার্ল’! appeared first on Sangbad Pratidin.