সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: প্রায় তিন দশক পর ফের দার্জিলিং গোল্ড কাপের আসর বসছে পাহাড়ে৷ঐতিহ্যশালী এই ফুটবল টুর্নামেন্টটি চালু করার উদ্যোগ নিয়েছেন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং৷ এখনও পর্যন্ত যা খবর, ডিসেম্বরে পাহাড়ে দার্জিলিং গোল্ড কাপ অনুষ্ঠিত হবে৷ তবে এবার আর শুধু দার্জিলিংয়ে নয়, পাহাড়ের বিভিন্ন প্রান্তে ম্যাচ আয়োজন করার উদ্যোগ নিয়েছে জিটিএ৷ চেয়ারম্যান বিনয় তামাং জানিয়েছেন, ‘দার্জিলিং গোল্ড কাপকে ফের স্বমহিমায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে৷ক্রীড়া দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি৷ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে৷’ সম্প্রতি আইএফএ কর্তাদের নিয়ে শিলিগুড়ি লাগোয়া শালুগাড়ায় মাঠও পরিদর্শন করেছেন তিনি৷
[শাস্তি কমল ইস্টবেঙ্গলের, ডিসেম্বর থেকেই ফুটবলার সই করাতে পারবে ক্লাব]
একসময়ে সিকিম গভর্নস গোল্ড কাপের মতোই খ্যাতি ছিল দার্জিলিং গোল্ড কাপেরও৷পাহাড়ের এই ফুটবল প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিত কলকাতা-সহ সমতলের নামী ক্লাবগুলি৷আট দশকের মাঝামাঝি পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে পাহাড়৷ বন্ধ হয়ে যায় দার্জিলিং গোল্ড কাপ৷পরবর্তীকালে সুবাস ঘিসিং কিংবা বিমল গুরুং, কেউ এই টুর্নামেন্টটি চালু করার কথা ভাবেননি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শান্তি ফিরেছে পাহাড়ে৷ তাই দার্জিলিং গোল্ড কাপ ফের চালু করার উদ্যোগ জিটিএ-র৷ ফুটবলকে ঘিরে উৎসাহ তুঙ্গে শৈলশহর দার্জিলিংয়ে৷
দার্জিলিং গোল্ড কাপে খেলার জন্য ১৬টি দলের সঙ্গে কথাবার্তাও চূড়ান্ত করে ফেলেছে জিটিএ৷ শোনা যাচ্ছে, কলকাতার দল তো বটেই, এই টুর্নামেন্টে খেলতে পাহাড়ে আসবে নেপাল, ভুটান ও বাংলাদেশের বেশ কয়েকটি দলও৷ ক্রীড়া দপ্তর ও আইএফএ কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন বিনয় তামাং৷ সম্প্রতি শিলিগুড়ি লাগোয়া শালুগাড়া মাঠও পরিদর্শন গিয়েছিলেন তিনি৷ সঙ্গে ছিলেন আইএফএ কর্তারাও৷ সূত্রের খবর, দার্জিলিং গোল্ড কাপের সূচনা হবে শিলিগুড়ির লাগোয়া শালুগাড়ায়৷ তবে ফাইনাল ও সমাপ্তি অনুষ্ঠান দার্জিলিংয়ে করার পরিকল্পনা রয়েছে জিটিএ-র৷ ম্যাচ হবে কালিম্পং ও মিরিকেও৷
[ রোনাল্ডোর জন্যই পেনাল্টি মিস করেছেন হিগুয়েন! ব্যাপারটা কী?]
The post তিন দশক পর পাহাড়ে ফিরছে দার্জিলিং গোল্ড কাপ, উৎসাহ তুঙ্গে appeared first on Sangbad Pratidin.