shono
Advertisement

চারবারের বেশি এটিএম থেকে টাকা তুলেছেন? জেনে রাখুন এই নয়া নিয়ম

জানেন আপনার খেসারত কতটা বাড়ল? The post চারবারের বেশি এটিএম থেকে টাকা তুলেছেন? জেনে রাখুন এই নয়া নিয়ম appeared first on Sangbad Pratidin.
Posted: 10:09 AM Mar 02, 2017Updated: 04:39 AM Mar 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এটিএম থেকে বারবার টাকা তোলার আগে এবার দু’বার ভাবতে হবে বেসরকারি ব্যাঙ্কের গ্রাহকদের৷ কারণ ৪ বারের বেশি টাকা তুলতে এবার থেকে একটু বেশিই খেসারত দিতে হবে তাঁদের৷ আকাউন্ট থেকে কেটে নেওয়া হবে ১৫০ টাকা৷ এমনই ব্যবস্থা চালু করল এইচডিএফসি, আইসিআইসিআই ও অ্যাক্সিসের মতো বেসরকারি ব্যাঙ্কগুলি৷ সেভিংস ও স্যালারি দুই ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য বলে জানা গিয়েছে৷

Advertisement

পুরনো ১ টাকার নোট আছে? তাহলেই পকেটে আসতে পারে ১ লক্ষ টাকা

শুধু তাই নয়, থার্ড পার্টি ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও টাকা তোলার উর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে৷ একদিনে ২৫,০০০ টাকাই তোলা যাবে৷ টাকা কাটা হবে নগদ লেনদেনের ক্ষেত্রেও৷ আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে নিজস্ব শাখায় ৪ বার টাকা জমা ও তোলার ক্ষেত্রে কোনও টাকা লাগবে না৷ আবার অন্য শাখায় টাকা জমা-তোলার ক্ষেত্রে প্রথমবারে কোনও টাকা নেওয়া হবে না৷ কিন্তু তারপর থেকেই প্রতি হাজার টাকায় ৫ টাকা করে কাটা হবে৷ আর এভাবে ১৫০ টাকা পর্যন্তই অতিরিক্ত চার্জ কাটা যাবে৷ অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে প্রথম ৪ বার নগদ জমা-তোলা কিংবা একেবারে ১০ লক্ষ টাকা জমা-তোলায় কোনও চার্জ লাগবে না৷ তারপর একই নিয়ম প্রযোজ্য হবে৷ আর নগদের ক্ষেত্রে থার্ড পার্টি ট্রানজ্যাকশন করা যাবে ৫০,০০০ টাকা পর্যন্ত৷

OMG! মন্দিরের সিসিটিভিতে ধরা পড়ল সাঁইবাবার অবয়ব!

কেন এই নিয়ম? এই প্রশ্নের উত্তরে ব্যাঙ্কগুলির যুক্তি, মানুষকে নগদহীন ও অনলাইন লেনদেনের জন্য উদ্বুদ্ধ করতেই এই সিদ্ধান্ত৷

নিজের তৈরি সন্ত্রাসের দৈত্য গ্রাস করছে পাকিস্তানকে, রাষ্ট্রসংঘে সরব ভারত

The post চারবারের বেশি এটিএম থেকে টাকা তুলেছেন? জেনে রাখুন এই নয়া নিয়ম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement